ঝাড়গ্রামশীর্ষ খবর

জঙ্গলমহল নামটি

সৌমেন আদক, ঝাড়গ্রাম:জঙ্গলমহল নামটি মানেই পর্যটক কিংবা সাধারণ মানুষের কাছে সর্বপ্রথম যেই নামটি ভেসে ওঠে সেটি হল ঝাড়গ্রাম। ঝাড়গ্রাম কে অরণ্য সুন্দরী বলেও আখ্যা দেওয়া হয়েছে নানান ভাবে। তবে এই অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম বর্তমানে তার সৌন্দর্য হারাতে বসেছে, হারাতে বসেছে অরণ্য সুন্দরী নামের অর্থ। কিছু সমাজ বিরোধী দুষ্কৃতীদের হাতে ছাই হয়ে যাচ্ছে জঙ্গলমহল।

বিঘের পর বিঘে সাল সেগুনে ভরা অরণ্য সুন্দরী জ্বলছে দাও দাও করে।

কারণ অজানা সাধারণ মানুষের।

আসলে এই জায়গায় সাধারণ মানুষের সেই বিখ্যাত শ্লোকটি যথাযজ্ঞ।

“নিজে বাঁচলে, বাপের নাম”।

তবে আমি আপনি এই মুখ চর্চিত শ্লোকটি বলে একটু মন খারাপ করে, নিজেদের কাজে ব্যস্ত হয়ে বাড়ি ফিরলেও ‌তারা কোথায় ফিরবে যাদের বাড়ি এই অরণ্য সুন্দরী।

হ্যাঁ,

সেই বন্যপ্রাণীদের কথাই উল্লেখ্য আজকের এই প্রতিবেদনে।

অরণ্য সুন্দরী পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণের অন্য এক মূল কারণ বন্যপ্রাণী। যেমন হরিণ, হায়না, বিভিন্ন প্রজাতির পাখি সহ বুনো হাতি।

তবে বিঘের পর বিঘে সাল সেগুনে ভরা অরণ্য সুন্দরী দিনের পর দিন যদি এভাবেই জ্বলতে থাকে তবে বন্যপ্রাণী বাসা বাঁধবে কোথায়? প্রশ্ন থেকেই যাচ্ছে।ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের ডাহী গ্রামের বিভিন্ন জায়গায় জ্বলতে দেখা যাচ্ছে শাল সেগুণের জঙ্গল।

ফলে ওই এলাকার বন্য পশু যেমন বুনো হাতি প্রাণ বাঁচাতে জঙ্গল ছেড়ে প্রবেশ করছে লোকালয়ে। তেমনই ঘটনা দেখা গেল এদিন জেলা ঝাড় গ্রামের নয়গ্রাম ব্লকের ডাই এলাকায়।বিকেলে জঙ্গল থেকে এক দাঁতাল প্রবেশ করে নয়াগ্রামের ডাহী এলাকায়।

স্বভাবতই ওই এলাকা স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। হাতি তাড়াতে ও হাতি দেখতে ভিড় জমে মেলার মত। তবে এখানেও বনদপ্তর কিংবা স্থানীয় প্রশাসন নিশ্চুপ।

তবে কি কিছু সমাজবিরোধী দুষ্কৃতিদের জন্য অরণ্য সুন্দরী জ্বলতে থাকবে দিনের পর দিন?

জঙ্গল থেকে বিতাড়িত হয়ে প্রাণ হারাবে নিষ্পাপ বন্যপ্রাণী উত্তর অজানা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *