এগরাজেলাতমলুকপূর্ব মেদিনীপুরব্রেকিং নিউজরাজনীতি

ছাত্ৰ Concession দাবিতে ও মোবাইলের ডেটা প্যাক বৃদ্ধির প্রতিবাদে জেলা জুড়ে বিক্ষোভ AIDSO (এআইডিএসও’র)

২০ডিসেম্বর:
গণপরিবহনে এক-তৃতীয়াংশ ভাড়ায় ছাত্র-ছাত্রীদের যাতায়াতের সুযোগের দাবিতে এবং মোবাইলে ডেটা প্যাক বৃদ্ধির প্রতিবাদে ও শিক্ষায় ফি মকুব করে ছাত্র-ছাত্রীদের শিক্ষাজীবন সুনিশ্চিত করার দাবিতে সারা রাজ্যের পাশাপাশি আজ পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি, এগরা, বাজকুল, তমলুক,নোনাকুড়ি ও পাশকুড়াতে বিক্ষোভ দেখালো এআইডিএসও ।দীর্ঘ লকডাউনের পর ইতিমধ্যে স্কুল-কলেজ গুলি খোলার ফলে ছাত্র-ছাত্রীদের যাতায়াতের মাধ্যম হিসেবে বাস-অটো প্রভৃতি গণপরিবহন গুলি ব্যবহার করতে হচ্ছে। তবে লকডাউনের মধ্যে সরকারি নির্দেশিকা ছাড়াই যে ভাড়া বৃদ্ধি হয়েছে সেটাও বর্তমানে ছাত্রছাত্রীদের ওপর বহাল রয়েছে।কিন্তু রেগুলার যাতায়াতের ক্ষেত্রে বর্ধিত ভাড়া এটা একটা বিশাল বোঝা। লক ডাউন এর আগে এই জেলার ছাত্র ছাত্রীরা ছুটির দিন সহ সপ্তাহের সবদিন কোনসেশন ভাড়ায় যাতায়াতের সুযোগ পেত।এখন সেই সুযোগ বহু ক্ষেত্রে তারা পাচ্ছে না ,উপরন্তু তাদের বাসে হেনস্তার শিকার হতে হচ্ছে।এই পরিস্থিতিতে ছাত্র-ছাত্রীরা এক-তৃতীয়াংশ ভাড়ায় যাতে যাতায়াতের সুযোগ পায় এই দাবীতে ছাত্র সংগঠন AIDSO আজ পূর্ব মেদিনীপুর জেলার জায়গায় কাঁথি সেন্ট্রাল বাস স্ট্যান্ডে, এগরার সেন্ট্রাল বাস স্ট্যান্ডে, বাজকুল কলেজ রোডে, পাঁশকুড়া কলেজ রোডে ও তমলুকের মানিকতলায় ও নোনাকুড়ি বাজারে ছাত্র-ছাত্রীদের নিয়ে বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করে।বর্তমানে মোবাইলের ডেটা প্যাক যেভাবে বিপুল পরিমাণে বৃদ্ধি পাচ্ছে তারও বিরোধিতা করা হয়।AIDSO এর জেলা সম্পাদক বিশ্বজিৎ রায় বলেন, “রেগুলার যাতায়াতের ক্ষেত্রে এত ভাড়া দেওয়া ছাত্র-ছাত্রীদের পক্ষে খুবই সমস্যার বিষয়, কিছু জায়গায় সামান্য কোনসেশন দিলেও এগরা- কাঁথি রোডে , দিঘা- নন্দকুমার রোড ও মেছেদা -হলদিয়া হাই রোডে কোনসেশন নিচ্ছে না! এমনকি তাদের সিটে বসতে দেওয়া হয় না ,নানা ভাবেই হেনস্তার শিকার হয় ছাত্র-ছাত্রীরা। আমাদের আন্দোলনের ফলে পশ্চিম মেদিনীপুরে প্রশাসন ছাত্র-ছাত্রীদের ৫০% ভাড়ায় যাতায়াতের পারমিশন দিলেও আমাদের জেলায় কেন এ নিয়ে মাথাব্যথা নেই প্রশাসনের। এর পাশাপাশি যেহেতু ব্লেন্ডেড মোডে পড়াশোনা চলছে সেক্ষেত্রে ছাত্রছাত্রীরা মোবাইলে রিচার্জ করতে বাধ্য হচ্ছে কিন্তু একেবারে অন্যায় ভাবে রিচার্জের টাকা বহু বাড়ানো হয়েছে। সেক্ষেত্রে ছাত্র-ছাত্রীরা একেবারেই অসহায় হয়ে যাচ্ছে। আজকে জেলার ৬টি জায়গায় শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি হচ্ছে ।দাবি না মানলে আগামী দিনে ছুটির দিন সহ সপ্তাহের সব দিন ১/৩ ভাড়ায় যাতায়াত এর দাবি সুনিশ্চিত করার দাবিতে জেলা ব্যাপী পথ অবরোধের কর্মসূচি নেওয়া হবে।”

আজকে কাঁথিতে কর্মসূচিতে নেতৃত্বদেন জেলা সভাপতি স্বপন জানা, এগরা তে ইন্দ্রজিৎ পড়িয়া, বাজকুলে লক্ষন ঘোড়াই, তমলুকে জেলা সম্পাদক বিশ্বজিৎ রায় ও সুদর্শন মান্না, পাশকুড়া তে সুমন্ত সী এবং নোনাকুড়ি যে উত্তম পাড়ুই উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *