ডেবরাপশ্চিম মেদিনীপুর

কোল সমাজের লিপির আবিষ্কারক অদগুরু ওলাকো বদরা র মূর্তি উন্মোচন হল।

কোল হো বাআ পরব ২০২৪ অনুষ্ঠিত হল।পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ডুঁয়া এলাকায় এই জাতির প্রায় ৫০টি পরিবারের বসবাস।শনিবার ডেবরার ডুঁয়া “কোল হো বাআ পরব 2024” অনুষ্ঠিত হল।

এদিন এই অনুষ্ঠান কে কেন্দ্র করে প্রথমে একটি রেলির আয়োজন করা হয়।এরপর নির্দিষ্ট রীতি মেনে পুজা অর্চনা শুরু হয়।এরপর ওই এলাকায় কোল সম্প্রদায় এর লিপি ওরাংচিতির আবিষ্কারক অদগুরু ওলাকো বদরা র মূর্তি উন্মোচন করা হয়।এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওড়িশা থেকে আগত অখিল ভারতীয় ধরম পরিষদের সহ সভাপতি ববি পঙ্কজ সিরকা ,বেলদা কলেজের অধ্যাপক শৈবাল চক্রবর্তী, কোল সমাজের জেলা সম্পাদক সাগুরাম ,বিশিষ্ঠ সমাজসেবি আলোক আচার্য্য সহ উপস্থিত ছিলেন অন্যান্য বিশিষ্ঠ ব্যাক্তি বর্গেরা।

পাশাপশি এদিন এলাকার প্রায় ৪০টি পরিবার তাঁদের রীতি অনুযায়ী পুজোর পর পরিবার পিছু নতুন সরঞ্জাম নিয়ে রন্ধন করে বাআ পরব এর রীতি অনুযায়ী তাঁরা এই আনন্দ উৎসবে মেতে ওঠেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *