পশ্চিম মেদিনীপুরশীর্ষ খবর

কেশিয়াড়ি ব্লকের জয়কৃষ্ণ পুরে উন্মোচিত হল মুন্ডা বিদ্রোহের নায়ক বিরসা মুন্ডার মূর্তি

নিজস্ব প্রতিনিধি,পশ্চিম মেদিনীপুর: উলগুলানের নেতা তথা মুন্ডা বিদ্রোহের নায়ক বিরসা মুন্ডার মুর্ত্তি উন্মোচিত হল কেশিয়াড়ি ব্লকের জয়কৃষ্ণপুরে। জয়কৃষ্ণপুর বিরষা মুন্ডা ক্লাবের উদ্যোগে মূর্তি উন্মোচন উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়।

বিশেষ জনজাতিভুক্ত সম্প্রদায়ের সংস্কৃতি তুলে ধরে বর্নাঢ্য শোভাযাত্রায় পা মেলান আট থেকে আশি সকলেই।  শোভাযাত্রা সারা জয়কৃষ্ণপুর এলাকা পরিক্রমা করে। বিভিন্ন সচেতনতামূলক  প্লাকার্ড হাতে শোভাযাত্রায় অংশ নেয় মানুষজন। মূর্তি উন্মোচন উপলক্ষে আদিবাসী পুজো অর্চনার আয়োজন হয়।

একইসঙ্গে মুন্ডারী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিল এদিন। নাচ, গান, সহ নানান অনুষ্ঠানে অংশ নেয় পড়ুয়া সহ অনেকেই । বিরসামুন্ডার জীবনাদর্শের নানান দিক তুলে ধরেন বক্তারা। বিরসা মুন্ডার এই মূর্তি বিদ্রোহের প্রতীক হিসেবে থাকবে। জনমানুষ তার আদর্শকে তুলে ধরতে ক্লাবের উদ্যোগে মূর্তি উন্মোচন হল। সারাবছরই নানান সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচি নিয়ে থাকে এই ক্লাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *