Breakingব্রেকিং নিউজশীর্ষ খবর

কৃষ্ণ ও রাধারানীর মাধুর্যপূর্ণ প্রেমের পরিপূর্ণ লীলা এই ঝুলন যাত্রা

নিউজ বাংলা লাইভ : ঝুলন পূর্ণিমা হল শ্রীকৃষ্ণের অনুগামীদের একটি গুরুত্বপূর্ণ উৎসব। অমাবস্যায় পরের শ্রাবণ মাসের একাদশী থেকে আরম্ভ করে ঝুলন পূর্ণিমা পর্যন্ত চলে উৎসবের সমারোহ। এটি দোল পূর্ণিমার পরবর্তী বৈষ্ণবদের বড়ো উৎসব। দোলনা সাজানো, ভক্তিমূলক গান, নাচ, সব মিলিয়ে রাধাকৃষ্ণের প্রেমলীলার এটি একটি বিশেষ উৎসব। পুরাণে কথিত আছে, বৃন্দাবনে রাধা কৃষ্ণের প্রেমনীলাকে কেন্দ্র করে দ্বাপর যুগে এই ঝুলন উৎসব এর সূচনা হয়েছিল।

তারপর যুগ যুগ ধরে এই পর্ব চলে আসছে। ভগবান শ্রীকৃষ্ণ কৃপা করে দ্বাপর যুগে এই পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন এবং তার বয়ঃবৃদ্ধিতে সাথে সাথে বৃন্দাবন তথা নন্দালয়ে নানা রকমের লীলা সাধন করেছিলেন। বয়ঃসন্ধিতে কিশোর কৃষ্ণ ও রাধারানীর যে মাধুর্যপূর্ণ প্রেমের পরিপূর্ণ প্রকাশ বৃন্দাবনে স্থাপিত হয়েছিল তারি লীলা স্বরূপা এই ঝুলনযাত্রা। পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমারের চকচাঁদপোতা শ্রীগৌরাঙ্গ গৌড়ীয় মঠ ও রাধাকৃষ্ণ শ্যামসুন্দর জীউ মন্দির, প্রতি বছরের ন্যায় এবছরেও ঝুলন উৎসবের আয়োজন করেছেন। পূজো অর্চনা সন্ধ্যা আরতি ও ভাগবত পাঠের মধ্য দিয়ে আজ এই পূজার শুভ সূচনা করেন কৃষ্ণ প্রেমীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *