ইতিহাসে আজকের দিনে

কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান কেনা নিয়ে অনিয়মের অভিযোগ উঠলো

নিউজ বাংলা টুডে ডেস্ক : কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান কেনা নিয়ে অনিয়মের অভিযোগ ওঠায় রাজ্য সরকার তদন্তের নির্দেশ দিয়েছে। কৃষি এবং খাদ্য দফতর যৌথভাবে এই তদন্ত শুরু করেছে। খাদ্যমন্ত্রী রথীন ঘোষ বলেছেন, অভিযোগ পাওয়া মাত্র বিষয়টি খতিয়ে দেখার জন্যে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। তদন্ত রিপোর্ট হাতে এলেই অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।প্রশাসনিক সূত্রে জানা গেছে, অভাবি বিক্রি রুখতে প্রতি বছরই রাজ্য সরকার চাষিদের কাছ থেকে সহায়ক-মূল্যে ধান কেনে। জেলা গুলিকে ধান কেনার নির্দিষ্ট লক্ষ্যমাত্রাও স্থির করে দেওয়া হয়। কিন্তু এ বছর কয়েকটি জেলায় ধান বিক্রি সন্দেহজনক ভাবে বেড়ে যাওয়ায় বিষয়টি খতিয়ে দেখে জানা যায়, ধান বিক্রি বাবদ অনেকের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, যাঁরা আদপে চাষিই নন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *