পূর্ব মেদিনীপুর

কাশমূলী কলেজ স্ট্যান্ডে গাড়ি দাঁড় করানোর দাবীতে পথ অবরোধ করে বিক্ষোভ ছাত্র ছাত্রীদের।

পূর্ব মেদিনীপুর: আজ পরিবেশের ভারসাম্য রক্ষার্থে মুরাদপুর লোকশিক্ষা মন্দির ও বিবেকানন্দ বিদ্যাপীঠ বৃক্ষ রোপন করা হল বহ্নিমান সোস্যাল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে।সারাবছর নানা কর্মসূচি বাস্তবায়নে রূপদান করে এই ওয়েলফেয়ার সোসাইটি।

স্কুল ক্যাম্পাসে শান্তিনিকেতনের ছাতিম গাছের ছোঁয়া আনতে ছাতিম গাছ এবং বকুল গাছ লাগানো হলো। আর লোকশিক্ষা মন্দিরের ক্যাম্পাসে সুন্দরী ,মোহন, শিশু ,বকুল প্রভূতি বৃক্ষ রোপন হলো।দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে বিভিন্ন স্কুল ক্যাম্পাসে বৃক্ষরোপণ করা হয়েছে।

সংস্থা সভাপতি তপন কুমার সনবিঘ্ন উল্লেখ করেন বর্তমান সময় পরিবেশ রক্ষার্থে যেমন ভূমিকা গ্রহণ করছে সংস্থা তেমনিভাবে সমাজ রক্ষার্থে পরবর্তী সময়ে বাল্যবিবাহ ও যুবসমাজকে নেশা মুক্তির জন্য সংস্থা অনবরত কাজ করবে। আর এই মহতী কর্মসূচিতে সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি তপন কুমার সনবিঘ্ন, পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক ডাক্তার সূর্য তরুণ মন্ডল, সংস্থার এক্সিকিউটিভ মেম্বার জগদীশ করন, আশীষ জানা এছাড়াও অন্যান্য সদস্য ও শুভানুধ্যায়ীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *