Breakingব্রেকিং নিউজরাজনীতিশীর্ষ খবর

কলকাতার রাজপথে আজ গেরুয়া ঝড়! পড়ুন বিস্তারিত

নিউজ বাংলা লাইভ : কলকাতার রাজপথে আজ গেরুয়া ঝড় উঠলো।পঞ্চায়েত নির্বাচন কে কেন্দ্র করে সারা রাজ্যে যেভাবে সন্ত্রাস গুলি খুন হয়েছে তারই প্রতিবাদে আজ ভারতীয় জনতা পার্টি আজ কলকাতার কলেজ স্কোয়ারে মিটিং করলো।

যদিও এই মিটিংয়ে কলকাতা পুলিশের কোন অনুমতি ছিল না। অনুমতি ছাড়াই বিজেপি আজ মিটিং করলো এবং তারা পিছু হটল না। কাল বাদে পরশু একুশে জুলাই, যেখানে প্রতি বছরের ন্যায় তৃণমূল কংগ্রেস শহীদ দিবস পালন করে তাহলে কি আমরা ধরে নেব আজ বিজেপি তার শক্তি প্রদর্শনের চিত্রটা মানুষের সামনে তুলে ধরল। এবার দেখা যাক একুশে জুলাই তৃণমূল কংগ্রেস কতটা এগিয়ে থাকলো এই বিজেপির থেকে শক্তি প্রদর্শনের জায়গায়। আজ এই প্রতিবাদ সভায় বিজেপির সেখানে একই মঞ্চে দেখা গেল সুকান্ত মজুমদার দিলীপ ঘোষ এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় কে। সুকান্ত মজুমদার ঘোষণা করলেন সামনের একুশে জুলাই প্রতিটি জেলার ব্লকে ব্লকে ভিডিও অফিসের সামনে তারা বিক্ষোভ ও ধরনায় বসবেন। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সরাসরি কলকাতা প্রশাসন কে চ্যালেঞ্জ জানালো, যদি বুকের পাটা থাকে তো আমাদের এই মিছিল আটখান। যদিও আজ প্রশাসন খুব সংযম দেখেছেন এবং তারা কোনো রকম মিছিল তারা আটকায়নি। বিজেপির এই মিটিং শেষ হওয়ার পর ঠিক দুটো ৪৫ মিনিটে তারা মহা মিছিল শুরু করলেন কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত। আজ কলকাতার রাজপথের ধুলো গেরুয়া ঝড় উড়িয়ে দিল। ভিড় ছিল চোখে পড়ার মতন। কলকাতা থেকে রিপোর্টার অমল চ্যাটার্জী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *