দেশ

ঈদের ছুটিতে বাড়ি যাওয়া নিয়ে অনিশ্চয়তা!বন্ধ মৈত্রী ও বন্ধন এক্সপ্রেস।

সামনেই বকরি ঈদ। কিন্তু এই ঈদের ছুটিতে বাড়ি যাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। কর্মসূত্রে কিংবা অন্যান্য কারণে প্রতিদিন কত শত মানুষ কাঁটাতারের বেড়া পেরিয়ে এ পারে আসেন। ওপার বাংলা এবং এপার বাংলার মধ্যে বন্ধন সৃষ্টি করে মৈত্রী ও বন্ধন এক্সপ্রেস। কিন্তু বন্ধ হচ্ছে মৈত্রী এক্সপ্রেস ও বন্ধন এক্সপ্রেস চলাচল। সাময়িকভাবে বন্ধ রাখা হচ্ছে। বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের অনুরোধে বাংলাদেশ ঈদুল আযহা উদযাপন উপলক্ষে সাময়িকভাবে বাতিল থাকছে ট্রেনগুলি।

13109/13110 কলকাতা ঢাকা ক্যান্টনমেন্ট, কলকাতা মৈত্রী এক্সপ্রেস,13107/13108 ঢাকা ক্যান্টনমেন্ট কলকাতা ঢাকা মৈত্রী এক্সপ্রেস।13129/13130 কলকাতা খুলনা কলকাতা বন্ধন এক্সপ্রেস। ঢাকা ক্যান্টনমেন্ট কলকাতা মৈত্রী এক্সপ্রেস এর যাত্রা শুরু হবে 14.06.2024,16.06.202418.06.2024 এবং 21.06.2024 তারিখের নির্দিষ্ট সময়ে। ১৩১১০ ঢাকা ক্যান্টনমেন্ট কলকাতা মৈত্রী এক্সপ্রেস এর যাত্রা শুরু

15.06.2024,19.06.2024, 22.06.2024 তারিখে। ১৩১০৮ কলকাতা ঢাকা ক্যান্টনমেন্ট মৈত্রী এক্সপ্রেস এর যাত্রা শুরু 15.06.2024,17.06.2024,19.06.2024 এবং 22.06.2024 তারিখে। ১৩১০৯ কলকাতা ক্যান্টনমেন্ট মৈত্রী এক্সপ্রেস যাত্রা শুরু 14.06.2024,18.06.2024,21.06.2024 তারিখে। এছাড়া ১৩১২৯ কলকাতা খুলনা বন্ধন এক্সপ্রেস এর যাত্রা শুরু হবে ১৬ই জুন ২০২৪ এবং ২০ শে জুন ২০২৪ তারিখে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র একটি সাংবাদিক সম্মেলনে বিবৃতি দিয়ে জানিয়েছেন, পড়শী দেশের অনুরোধে সাময়িকভাবে এই ট্রেন চলাচল গুলি স্থগিত রাখা হচ্ছে উল্লেখিত তারিখ গুলিতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *