ব্রেকিং নিউজহাওড়া

আজকের২১ শে জুলাইয়ে হাওড়া স্টেশন মুখরিত স্লোগানে স্লোগানে।

নিজস্ব প্রতিনিধি,হাওড়া:-আজ দু বছর পরে ২১ শে জুলাইয়ের সমাবেশ। আজ সকাল থেকেই হাওড়া গামী লোকাল ট্রেন স্টেশনে ঢুকলেই সেখান থেকে শুধু ধর্মতলাগামী কর্মী ও সমর্থকদের আকাশ বাতাস মুখরিত স্লোগান। সকাল থেকেই পার্শ্ববর্তী জেলা ও মফস্বল থেকে আসা ওগুনিত মানুষের ঢল। কেউ বা স্টেশন থেকে বেরিয়ে হাঁটা পথে হাওড়া ব্রিজ ধরে ধর্মতলার সভায় যাচ্ছেন আবার কেউ বা ট্রেন থেকে নেমে জল পথে লঞ্চ পেরিয়ে গঙ্গার ওপারে ফ্রেআরর্লি ঘাটে পৌঁছে সেখান থেকে হাঁটা পথে ধর্মতলায় যাত্রা করছেন। মাঝে মধ্যে ট্রেন থেকে নামা ঝাঁকে ঝাঁকে শুধু কালো মাথা। স্টেশন থেকে মিছিল করে আজকে সকলের গন্তব্য ধর্মতলার সমাবেশ। কথায় বলে আবেগে ভাষালে যুক্তি লাগে লাগে না। আজকের হাওড়া স্টেশন আর সংলগ্ন এলাকা শুধু তৃণমূল কর্মী ও সমর্থকদের স্লোগানে মুখরিত। দূর জেলা থেকে আসা কর্মীরা ইতিমধ্যেই হাওড়া ও কলকাতার বিভিন্ন অস্থায়ী শিবিরে শেষ মুহূর্তের অপেক্ষায় আছেন। বেলা যত বাড়বে ততই বাড়বে মিছিলের সংখ্যা। গোটা শহর জুড়ে হাজার হাজার মিছিলে ভোরে উঠবে মিছিল নগরী কলকাতা ও হাওড়া। কোভিডের জন্য দুই বছর ভার্চুয়াল সভা হওয়াতে মন ভরে নি তাঁদের। তাই গত বিধানসভার পড়ে এই বছর সেই বিজয় উৎসবের রেশ এখনও আবেগে ভাসাচ্ছে শেষক দলের সমস্ত কর্মী ও সমর্থকদের। পাশাপাশি হাওড়ার সাঁতরাগাছি এলাকায় কর্মীরা একত্রিত হয়ে নিজেরাই রান্নাবান্না সেরে সেখান থেকে হাঁটা পথে রওনা দেবেন ধর্মতলার ২১শে জুলাইয়ের সমাবেশে। আজকের সমাবেশকে কেন্দ্র করে তাঁদের মধ্যে উচ্ছাs ও আবেগ দেখার মতো। জয় বাংলা স্লোগান যেন তাঁদের আবেগ ও জীবনীশক্তিকে আরও উজ্জীবিত করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *