Breakingরাজ্যস্বাস্থ্য

অবস্থার অবনতি! ভেন্টিলেশনে রয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য

নিউজ বাংলা লাইভ: প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর শারীরিক অবস্থা সঙ্কটজনক হলেও স্থিতিশীল। তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। চিকিৎসকরা সর্বক্ষণ তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন বলে উডল্যান্ডস হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন। তাঁকে রাইলস টিউব দিয়ে খাওয়ানো হচ্ছে। ডাকলে সাড়া দিচ্ছেন। বুদ্ধবাবুর দুটি ফুসফুস ও শ্বাসনালীতে সংক্রমণ ছড়িয়েছে। আপাতত, কড়া অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে তাঁকে। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দেখতে আজ হাসপাতালে যান সিপিআইএম পলিটব্যুরো সদস্য বিমান বসু, সূর্যকান্ত মিশ্র, কেন্দ্রীয় কমিটির সদস্য সূজন চক্রবর্তী

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

আই এস এফ বিধায়ক নওশাদ সিদ্দিকি সহ অনেকেই

সূর্যকান্ত বাবু জানান, দেখে মনে হলো গতকালের তুলনায় আজ বুদ্ধবাবুর শারীরিক অবস্হার উন্নতি হয়েছে । বিরোধী দলনেতাও জানিয়েছেন, চিকিৎসকরা যথাসাধ্য চেষ্টা করছেন। আগের চেয়ে ভালো আছেন বুদ্ধবাবু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *