জেলাপূর্ব মেদিনীপুরব্রেকিং নিউজ

অধীরের কোনো গুরুত্ব নেই, সব জায়গাতে হেরেছে । নিজের রাজনৈতিক অস্তিত্ব বাঁচাতে এই সব করছে অধীর প্রশ্নে কটাক্ষ সৌগতের।

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর :: আজকে নিশ্চিন্দা থানা এলাকার গোপাল নগরে দলীয় রক্তদান উৎসব এসে অধীরকে কটাক্ষ করেন তৃণমূল সাংসদ সৌগত রায়। তিনি বলেন অধীরের কোনো গুরুত্ব নেই। ওর দল সব জায়গাতে হেরেছে। ওর নিজের জায়গাতেও হেরেছে। ও অন্য দলের সভাপতি। ওকে কিছু করতে হবে রাজনৈতিক অস্তিত্ব বাঁচিয়ে রাখতে। তাই বলছে। যদিও আনিশের পিতা সালেম খানের সিবিআইকে ভরসা করার প্রশ্নে তিনি বলেন রাজ্য সরকার ইতিমধ্যে সিট গঠন করেছে। উচ্চ পর্যায়ের অফিসারদের নিয়ে তৈরি হয়েছে এই সিট। তারা তদন্ত করে সত্যি বের করবেই। যদিও তিনি দাবি করেন আনিশ হত্যাকাণ্ডের জন্য তার বাবা সিবিআই চাইবেন কিনা তা তাদের ব্যক্তিগত বিষয়। তার বাবাকে এখনো ময়নাতদন্তের রিপোর্ট না দেওয়ায় বিষয়ে তিনি মন্তব্য করতে চাননি। যদিও তিনি জানান যেহেতু তিনি আমতায় যান নি তাই এই বিষয়ে তিনি না জেনে মন্তব্য করবেন না। ওখানে যারা স্থানীয় নেতৃত্ব আছেন তারাই বলতে পারবেন এই নিয়ে। পাশাপাশি মুখ্যমন্ত্রীর বিমান সফরকালীন যে বিভ্রাট ঘটেছিল তার প্রকৃত তদন্ত হওয়া উচিত বলেই তিনি মন্তব্য করেন। এছাড়াও তিনি জানান ওই ঘটনায় ইতিমধ্যে বিমান বন্দর কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে। আগামীকাল তারা বিমান বন্দরের সামনে বিক্ষোভ দেখাবেন।
উল্লেখ্য গতকালকে আনিশের বাড়ি যান লোকসভার বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী। সেখানে তিনি আনিশের পিতা সালেম খানের সঙ্গে দেখা করে তার পাশে থাকার প্রতিশ্রুতি দেন। তার বাবার সিবিআই তদন্তের দাবীকেও সমর্থন জানিয়ে প্রয়োজনে সুপ্রিম কোর্ট ও রাষ্ট্রপতি র সামনে এই হত্যাকাণ্ড উত্থাপনের কথাও জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *