ব্রেকিং নিউজরাজ্যশিক্ষা

TET নিয়োগের নির্দেশ হাইকোর্টে,দীর্ঘ প্রতীক্ষার সমাপ্তি ঘটবে শীঘ্রই

নিউজ বাংলা টুডে: দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে মিলবে মুক্তি ! TET নিয়োগের নির্দেশ দিলো হাইকোর্ট। অবশেষে শুক্রবার কলকাতা হাইকোর্টের এরূপ নির্দেশে বিরতি পেলো দীর্ঘদিনের জল্পনা-কল্পনা। কিছুটা অংশে হলেও স্বস্তি এলো প্রার্থী মহলে। এ যেনো অন্ধকারে হারিয়ে যাওয়া মানুষের কাছে দিশা দেখানো একটি জ্বলন্ত প্রদীপ ! সিঙ্গেল বেঞ্চের বিচার প্রতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন সমস্ত শূন্য পদে নিয়োগ করতে হবে। এবার সেই কেসের মামলাতেই শিলমোহর দিল ডিভিশন বেঞ্চ। ২০১৪ TET উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে থেকেই করতে হবে নিয়োগ, এমনটাই নির্দেশ হাইকোর্টের। শুক্রবার ডিভিশন বেঞ্চ থেকে হাইকোর্টের বিচারপতি সুব্রত তালুকদার ও সুপ্রতিম ভট্টাচার্য এমনটাই নির্দেশ দেন। আন্দোলনকারী প্রার্থীদের দাপটে যখন উওপ্ত চারিদিক ,ঠিক তখনই এলো স্বস্তির বাতাস। তবে সুপ্রিম কোর্টের নির্দেশ, প্যানেলের মেয়াদ শেষ হলে পুনরায় নতুন করে তা নিতে হবে। ২০১৪ সালে টেট পাশ করা, কিন্তু প্যানেলভুক্ত নন, তাঁরাও চাইলে অংশগ্রহণ করতে পারবেন। কিন্তু সরাসরি চাকরির দাবি মানা হবেনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *