দেশশিক্ষাশীর্ষ খবর

ICSE ও ISC, দুই পরীক্ষাতেই জয়জয়কার রাজ্যের পড়ুয়াদের

নিউজ বাংলা টুডে ডেস্ক: স্কুল সার্টিফিকেট পরীক্ষা পরিষদ, ISCE র দশম ও দ্বাদশ, আইসিএস এবং আইএসসি-দুই পরীক্ষাতেই বাংলার পড়ুয়াদের জয়জয়কার। আইসিএসইতে গোটা দেশে প্রথম স্থানে রয়েছে ৯ জন। এর মধ্যে আছে পূর্ব বর্ধমানের সেন্ট জেভিয়ার্স স্কুলের ছাত্র সম্বিত মুখোপাধ্যায়। তার প্রাপ্ত নম্বর ৪৯৯ অর্থাৎ ৯৯.৮ শতাংশ। ৪৯৮ পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বাংলার ৫ জন। তৃতীয় স্থানে রয়েছে ১৬ জন। সব মিলিয়ে মেধা তালিকার প্রথম তিনে এরাজ্যের ২২ জন রয়েছে।

ICSE-তে রাজ্য থেকে পাশের হার ৯৮ দশমিক ৭/১ শতাংশ। ISC-তে প্রথম স্থানাধিকারি পাঁচ জনের মধ্যে রয়েছে এই রাজ্যের দু’জন, কলকাতার মান্যা গুপ্তা এবং জলপাইগুড়ির শুভম কুমার আগরওয়াল। তাঁদের প্রাপ্ত নম্বর ৩৯৯ অর্থাৎ ৯৯.৭৫ শতাংশ। ICSE এবং ISC-দুটি পরীক্ষাতেই ছেলেদের তুলনায় মেয়েদের পাশের হার বেশী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *