জেলাতমলুকপূর্ব মেদিনীপুরব্রেকিং নিউজ

২৩ তম নবকুঞ্জের মহামিলন উৎসব ও মহোৎসব

নিজস্ব প্রতিনিধি , পূর্ব মেদিনীপুর :: তমলুক ব্লকে চংরাকালাগন্ডা গ্রামবাসীবৃন্দের পরিচালনায় সাতদিনব্যাপি নবকুঞ্জের মেলা, মহামিলন উৎসব ও মহোৎসব সূচনা হল আজ মঙ্গলবার ৯ই ফাল্গুন ২২শে ফেব্রুয়ারী ২০২২। চলবে ১৫ই ফাল্গুন সোমবার ২৮শে ফেব্রুয়ারী পর্যন্ত। এই নবকুঞ্জের মেলায় সাতদিন ধরে অনুষ্ঠিত হবে অখন্ড হরিনাম সংকীর্ত্তন, কৃষ্ণলীলা বারোয়ারী, লীলা কীর্তন, লোকগীতি, বীরভূম বাউল গান, যাত্রানুষ্ঠান ও ভক্তসেবায় অন্নপ্রসাদ বিতরন। আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তমলুক পঞায়েত সমিতির সভানেত্রী শ্রমতী কাজল রাণী কর,বীরভূম জেলার হীরালাল ভকত কলেজের অধ্যাপক ডাঃ শ্রী বংশীধর সাহু, ‘ময়না কলেজের অধ্যাপক নিমাইচরন দাস, শ্রীরামপুর 2 গ্রাম পঞ্চায়েতের প্রধান . নিশিকান্ত জানা, মেলা কমিটির সম্পাদক সীতারাম জানা, গ্রাম কমিটির সম্পাদক প্রনবেশ ভৌমিক সহ অন্যান্য কমিটির সদস্য ও বিশিষ্ট গুনীজনরা৷ নবকুঞ্জ মেলার লাল ফিতে কেটে ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুভ উদ্বোধন করেন রাধামনি দেবানন্দ গৌড়ীয় মঠের মহারাজ শ্রীল পুরী ৷ প্রচলিত রীতি অনুযায়ী প্রভাত ৫ ঘটিকায় প্রতি বাড়ীতে মঙ্গল শঙ্খধ্বনীতে শ্রী রাধা গোবিন্দের আগমনি বার্তা দেওয়া হয়। সকাল ১১টায় অসংখ্য ভক্তবৃন্দের সমাগমে শঙ্খধ্বনি ও অর্ধশত খোল কীর্ত্তন সহযোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাধু বৈষ্ণব সহ নগর পরিক্রমা করা হয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *