জেলাতমলুকপূর্ব মেদিনীপুরব্রেকিং নিউজ

২৩ জানুয়ারি তমলুকে অনন্য দেশ নায়ক নেতাজী সুভাষচন্দ্র বসুর মূর্তির অাবরণ উন্মোচন

নিজস্ব প্রতিনিধি , তমলুক :: অাগামী ২৩ জানুয়ারি, রবিবার অনন্য দেশ নায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৬তম জন্মদিবস। নেতাজী সুভাষচন্দ্র বসু ১২৫তম জন্মবার্ষিকী উদযাপন কমিটি, তাম্রলিপ্ত শাখার পক্ষ থেকে বৈকুণ্ঠ সরোবরের উত্তর পাশে নেতাজি সুভাষচন্দ্র বসুর পূর্ণাবয়ব মূর্তি উদ্বোধন হতে চলেছে। সেই উপলক্ষে রবিবার বিকাল ২:৩০টায় তমলুক সুইমিং ক্লাব প্রাঙ্গণে একটি অনুষ্ঠান আয়োজিত হয়েছে। প্রধান অতিথি এবং অাবরণ উন্মোচক হিসেবে উপস্থিত থাকবেন প্রাক্তন এডভোকেট জেনারেল, পঃবঃ শ্রী বিমল চ্যাটার্জি। এছাড়াও উপস্থিত থাকবেন শ্রী মানব বেরা, ডাঃ অশোক সামন্ত, তাম্রলিপ্ত পৌরসভার পৌর প্রশাসক শ্রী দীপেন্দ্র নারায়ন রায়, পৌর প্রশাসক মন্ডলীর সদস্য শ্রী সুব্রত রায়, অধ্যাপক মদনমোহন মাইতি, অধ্যাপক ডঃ মধুসূদন জানা প্রমূখ। কমিটির সম্পাদক শিক্ষক সিদ্ধার্থ শংকর রায় জানান স্বাধীনতা আন্দোলনের পীঠস্থান ঐতিহাসিক তমলুক শহরে 17 ই জানুয়ারি শহরের বিশিষ্ট মানুষদের নিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসু ১২৫ তম জন্মবার্ষিকী উদযাপন কমিটি, তাম্রলিপ্ত শাখা গঠিত হয়েছে। এই কমিটির উদ্যোগে গত ২৩ জানুয়ারি থেকে সারা বছর ধরে বিভিন্ন অনুষ্ঠান পালিত হয়ে অাসছে। গত ৯ জানুয়ারি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আগামী ২৩শে জানুয়ারি দেশনায়ক এর পূর্ণাবয়ব মূর্তি উদ্বোধন অনুষ্ঠান হবে। তমলুক শহরবাসীকে এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার আহ্বান জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *