Breakingব্রেকিং নিউজশীর্ষ খবর

১৪৪ ধারা উঠতেই ভাঙরে আবারও উদ্ধার তিন ব্যাগ তাজা বোমা

নিউজ বাংলা লাইভ : ভাঙর;ভাঙরে উঠে গেলো ১৪৪ ধারা। স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা শুরু ভাঙরে।স্বাভাবিকভাবে খুলছিল বাজার-হাট।কিন্তু হঠাৎ করে যেন আবারও পুরনো ভাঙড়ের চিত্র ফুটে উঠল। নির্বাচন ঘোষণার পর থেকে দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠেছিল ভাঙর। রাজনৈতিক হিংসাতে বলি হয়েছেন বেশ কয়েকজন। আহত বহু।এলাকায় এতটাই অগ্নিগর্ভ পরিস্থিতি হয়ে উঠেছিল যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করা হয়েছিল। তারপর থেকে বেশ কিছুদিন শান্ত ছিল ভাঙর।সোমবার পুলিশের পক্ষ থেকে বিবৃতি দিয়ে তুলে নেওয়া হয় ১৪৪ ধরা।আর তার পর আবার নতুন করে স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করছিল অশান্ত ভাঙড়।আর সেই প্রাকালে ‌পঞ্চায়েতে বোর্ড গঠনের আগে আবারও বোমা উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চঞ্চল্য ছড়ালো এলাকায়। ভাঙরের কাঁটাডাঙ্গা এলাকায় একটি বাঁশ বাগানে তিন ব্যাগ তাজা বোমা দেখতে পান গ্রামবাসীরা। তড়িঘড়ি খবর দেওয়া হয় কাশিপুর থানাতে।খবর পেয়ে পুলিশ এসে বোমা উদ্ধার করে।

এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। স্থানীয় বাসিন্দা গোলাম রসূল মোল্লা বলেন,আমরা হঠাৎই বাঁশ বাগানের মধ্যে একটি ব্যাগ পড়ে থাকতে দেখা যায় এবং কৌতুহলবশত কি আছে তা দেখতে গেলে দেখা যায় তাজা বোমা রয়েছে ব্যাগে। এরপর পুলিশে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ এসে ব্যাগ সহ বোমাগুলিকে উদ্ধার করে নিয়ে যায়।এই ঘটনা কেন্দ্র করে ইতিমধ্যেই এলাকার সকলে ফের আতঙ্কিত হয়ে পড়েছে।আবারও কি পঞ্চায়েত বোর্ড গঠনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠবে ভাঙর।সেই কথা ভেবে দুশ্চিন্তার মধ্যে রয়েছে সবাই।আমরা চাই পুলিশ তদন্ত শুরু করুক এবং কে বা কারা এই বাঁশ বাগানের মধ্যে বোমা রেখে গিয়েছে তাদেরকে চিহ্নিত করে গ্রেফতার করুক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *