শীর্ষ খবর

১০০ দিনের কাজ সহ বিভিন্ন প্রকল্পে আবারো কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তৃণমূল কংগ্রেস নেত্রীর! জানুন বিস্তারিত

নিউজ বাংলা লাইভ: তৃণমূল কংগ্রেস নেত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, ১০০ দিনের কাজ সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে আবারো বঞ্চনার অভিযোগ তুলে, কেন্দ্রের শাসক দল বিজেপির তীব্র সমালোচনা করেছেন। তিনি ধর্মতলায় দলের ২১শে জুলাইয়ের- সমাবেশে জানান, ১০০ দিনের কাজে, কেন্দ্রের কাছ থেকে রাজ্যের পাওনা ৭ হাজার কোটি টাকা। কিন্তু কেন্দ্র GST আদায় করলেও, রাজ্যকে কিছুই দিচ্ছে না। তৃণমূল নেত্রী স্পষ্ট বলেন, ১০০ দিনের কাজের টাকা কেন্দ্র না দিলে, রাজ্য নিজের তহবিল থেকে আংশিকভাবে হলেও, ওই প্রকল্প চালাবে। একইসঙ্গে আবাস যোজনার টাকা বন্ধ থাকায়, ১১ লক্ষ প্রাপককে রাজ্য সরকারের তরফ থেকে বাড়ি তৈরি করে দেওয়ার কথা ঘোষণা করেন তিনি। ২০২৪-এর লোকসভা নির্বাচনে বিজেপি মুক্ত ভারত’ গড়ার ডাক দিয়ে তিনি নতুন বিরোধী জোট ‘ইন্ডিয়া’-র প্রসঙ্গ’ও উত্থাপন করেন। মণিপুর পরিস্থিতি বিয়েও কেন্দ্রের সমালোচনা করে বলেন।

এদিকে, বিজেপি বলেছে মণিপুরে মহিলাদের ওপর নির্যাতনের ঘটনা ‘দুঃখজনক’ হলেও, রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে পাঁচলা, ডোমজুড়ে বিজেপি মহিলা প্রার্থীদের যেভাবে নির্যাতন করা হয়েছে, তা মণিপুরের ঘটনা থেকে কোনো অংশে কম নয়। পশ্চিমবঙ্গে মহিলাদের যেভাবে নির্যাতন করা হচ্ছে, তা অত্যন্ত লজ্জাজনক। দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, গতকাল কলকাতায় সাংবাদিকদের বলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *