কলকাতা

হুমকির মেইল! উড়িয়ে দেওয়া হতে পারে রাজভবন-জাদুঘর।

উড়িয়ে দেওয়া হবে রাজভবন। শুধুমাত্র রাজভবন নয়, রাজ্য তথা কলকাতার একাধিক সরকারি দফতর উড়িয়ে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হল চিঠিতে। সেখানে সমান ভাবে স্থান পেয়েছে ভারতীয় জাদুঘরও।মঙ্গলবার সকালে এরকম দুটি হুমকি মেইল পৌঁছায় রাজভবনে।

তারপরই শুরু হয়ে যায় তৎপরতা। এখনও পর্যন্ত অভিযোগ দায়ের হয়নি বলে জানিয়েছে পুলিশ। শুধুমাত্র কলকাতা নয়, দিল্লি, বিহারের মতো একাধিক রাজ্যে এই ধরনের মেইল পাঠিয়েছে কেউ বা কারা। রাজভবন সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকাল সাড়ে ৯ টা ও সকাল ১০ টা নাগাদ মেইল পৌঁছয় রাজভবনে। সেখানেই রাজভবন উড়িয়ে দেওয়ার কথা লেখা ছিল। বর্তমানে রাজ্যপাল সি ভি আনন্দ বোস কলকাতার বাইরে আছেন। রাজভবনের তরফ থেকে এ ব্যাপারে কোনও বিবৃতি দেওয়া হয়নি। জানা গিয়েছে, জাদুঘর উড়িয়ে দেওয়ার জন্যও এমন একটি মেইল এসেছে এদিনই।দমদম বিমানবন্দরে গত সপ্তাহেই এমন ইমেইল পাঠানো হয়েছিল। পরপর দুবার সেই মেইল পাঠানো হয়।

তারপর গোটা বিমানবন্দর জুড়ে তল্লাশি চালানো হলেও কিছুই মেলেনি। আবার অন্যদিকে, কিছুদিন আগেই ইন্ডিয়ান মিউজিয়ামেও এরকমই হুমকি মেইল এসেছিল। বলা হয়েছিল জাদুঘরের ভিতরে বোমা রাখা আছে।

এরপরই তল্লাশি শুরু হয়, কিন্তু সেখানেও মেলেনি কোনও সন্দেহজনক বিষয়। তবে দেশ জুড়ে যখন লোকসভা নির্বাচন চলছে, তার মধ্য়ে এমন হুমকি গুরুত্ব দিয়ে দেখছে পুলিশ-প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *