শীর্ষ খবরহাওড়া

হুগলি নদীর নীচ দিয়ে সুরঙ্গ পেরিয়ে হাওড়া ময়দান মেট্রোর ট্রায়াল সফল হল

নিউজ বাংলা টুডে ডেক্স: হুগলী নদীর নীচ দিয়ে মেট্রোর প্রথম রেকটি আজ সুরঙ্গ পেরিয়ে হাওড়া ময়দানে পৌঁছল। ভারতের ভূগর্ভ রেলের ইতিহাসে KolkataMetro’র আরো এক গর্বের পালক যোগ হ’লো। মেট্রোরেলের জেনারেল ম্যানেজার পি. উদয়কুমার রেড্ডি ও অন্যান্য উচ্চ পদস্থ আধিকারিক, মহাকরণ স্টেশন থেকে এই ট্রেনে চড়ে ঐতিহাসিক এই ঘটনার সাক্ষী হয়ে রইলেন। বেলা ১১টা ৫৫ মিনিটে ট্রেনটি হুগলী নদী পেরোয়। এরপর আরো একটি রেককে ওই একই পথে হাওড়া ময়দান স্টেশনে নিয়ে যাওয়া হয়। জেনারেল ম্যানেজার শ্রী রেড্ডি বলেন, ৪’দশমিক ৮’কিলোমিটার দীর্ঘ হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড এই ভূগর্ভস্থ অংশে পরীক্ষামূলকভাবে খুব শীঘ্রই ট্রেন চলাচল শুরু হবে এবং তা’ চলবে আগামী সাত মাস ধরে।

চলতি বছরেই, ইস্ট-ওয়েস্ট করিডোরের এই অংশে বাণিজ্যিক ট্রেন চলাচল শুরু হয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন। এই অংশ’টি চালু হলে, হাওড়া ময়দান স্টেশনটি হবে, ভূগর্ভের ৩৩ মিটার নীচে সব থেকে গভীর মেট্রো স্টেশন। হুগলী নদী, অর্থাৎ গঙ্গার জলস্তরের ৩২ মিটার নীচে তৈরি সুরঙ্গ পথে ট্রেনটি ৪৫ সেকেন্ডে নদীর এপার থেকে অপর পাড়ে পৌঁছবে বলে, মেট্রো রেল সূত্রে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *