Breakingব্রেকিং নিউজশীর্ষ খবর

হারিয়ে যাওয়া মোবাইল ফেরাল পঞ্চম শ্রেণির ছাত্র

নিউজ বাংলা লাইভ : বাবার সাইকেলে চেপে টিউশন পড়ে বাড়ি ফেরার পথে চোখে মোবাইল ফোন পড়ে এক পঞ্চম শ্রেনীর ছাত্রের ৷মোবাইল কুড়িয়ে নিয়ে সাইকেল মালিককে ফোনটি ফেরত দেবার জন্য তাঁকে খুঁজে না পেয়ে বাবাকে নিয়ে থানায় এল ছাত্র৷

সাইবার ক্রাইম থানার মাধ্যমে মালিকের হাতে ফোনটি তুলেদিল ছাত্র৷ মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার দত্ত পাড়া এলাকায়।ওই ছাত্রের নাম মহম্মদ তৌসিফ মন্ডল।বনগাঁ হাইস্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্র৷বনগাঁর চাপাবেড়িয়া এলাকার বাসিন্দা৷এদিন দত্তপাড়া এলাকায় টিউশন নিতে গিয়েছিল সে।বেলা বারোটা নাগাদ বাবার সাইকেলে করে বাড়ি ফিরছিল।দত্তপাড়া এলাকায় টোটো থেকে মোবাইলটি পড়ে যেতে দেখে সে।ছোট তৌফিক জানায় ‘ফোন ফেরত পেয়ে খুশি মোবাইলের মালিক দীপঙ্কর মন্ডল।তিনি ঠাকুরনগর থেকে মেয়ে বউকে মতিগঞ্জে নিতে এসেছিলেন।মেয়েকে নিয়ে করে স্টেশনের দিকে যাচ্ছিলেন।দীপঙ্কর বলেন

ফোনটা বাম পকেটে ছিল কোনভাবে পড়ে যায়।এই বাচ্চাটি আমায় ফেরত দিল।ভাবলে চোখে জল চলে আসছে।কৌশিকের বাবা মোহাম্মদ রফিক বলেন ছেলের অনুরোধ তখনই সাইবার ক্রাইম থানায় যাই ৷পুলিশ মোবাইলের মালিক কে ডেকে মোবাইল ফেরত দেয় ছেলের এখানেও কাজের জন্য পুরস্কৃত করে ic সুদীপ্ত রায় ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *