রাজ্য

হাফ ম্যারাথনে আহত পুলিশকর্তা!এ প্রসঙ্গে কি বললেন কলকাতা পুলিশের মুখ্য নগরপাল?

কলকাতা : ট্রাফিক নিয়ে সচেতন কলকাতা পুলিশ। দেশের বিভিন্ন মেট্রোপলিটন শহরগুলিতে বাড়ছে দুর্ঘটনার সংখ্যা। একই সঙ্গে কলকাতায় রয়েছে তালিকায়। তবে একাধিক পদক্ষেপের মাধ্যমে এই দুর্ঘটনার সংখ্যা কমানোর চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছেন কলকাতা পুলিশের মুখ্য নগর পাল বিনীত গোয়েল। শহর কলকাতাকে টার্গেট করে বিভিন্ন রাজনৈতিক দল মিটিং মিছিল এবং প্রচার চালাচ্ছেন। ভোটের আগে সেই কর্মসূচির সংখ্যা বাড়ছে। যার ফলে স্বাভাবিকভাবেই তৈরি হচ্ছে যানজট তবে কি মিটিং মিছিলের জন্য আলাদা করে কোন জায়গা তৈরি করা হবে। এই প্রসঙ্গে নগর পাল বলেন এটা আমরা আগেই ভেবেছি। একটি নির্দিষ্ট রাস্তা বজায় রেখেই মিটিং মিছিলের অনুমতি দেওয়া হয়। এই বিষয়ে সাধারণ মানুষ এবং রাজনৈতিক দলগুলিকে আরো সচেতন হতে হবে। ময়দানের কাছে ভেঙে গিয়েছে হাফ ম্যারাথনের তোরন। তাতে গুরুতর আহত হয়েছেন কলকাতা পুলিশের এসিপি। এটা শুধুই দুর্ঘটনা নাকি এর পিছনে রয়েছে অন্য কোন কারণ। সেটা খতিয়ে দেখতে তদন্ত চালানো হচ্ছে বলে জানিয়েছেন মুখ্য নগর পাল।

প্রসঙ্গত, গত ২১ শে জানুয়ারি কলকাতা পুলিশের হাফ ম্যারাথনে তৈরি হয় বিপত্তি। দমকা হওয়ার ঝেড়ে ফিনিশিং পয়েন্টের ফিনিশিং পয়েন্টের গেট ভেঙে পড়ে আহত হয়েছিলেন কলকাতা পুলিশের অ্যাডিশনাল সিপি এক মুরলীধর শর্মা। তার মাথায় গুরুতর চোট লাগে। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে এই গেট ভেঙে পড়ার ঘটনার তদন্ত চালানো হচ্ছে। শহরের নিরাপত্তা ব্যবস্থা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ দিকগুলিও প্রতিদিন পুঙ্খানুপুঙ্খ নজরে রাখা হচ্ছে বলে জানিয়েছেন কলকাতা পুলিশের মহা নির্দেশক বিনীত গোয়েল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *