জেলাঝাড়গ্রামশীর্ষ খবর

হাতির তান্ডবে তছনছ ফসল! ক্ষতিপূরণের দাবিতে পথে কৃষকরা

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম:হাতির হামলায় ফসলের ক্ষতিপূরণ এর দাবিতে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের কিসমত রামানন্দপুর এলাকায় পথ অবরোধ করে রবিবার সকাল ছয়টা থেকে বিক্ষোভ শুরু করেছে গ্রামবাসীরা। যার ফলে সাঁকরাইল ব্লকের রোহিনী রগড়া বাস রাস্তায় সমস্ত যানবাহন চলাচল বন্ধ রয়েছে। শনিবার রাত্রি নটা নাগাদ নয়াগ্রাম থেকে সুবার্নরেখা নদী পেরিয়ে প্রায় ২৫ থেকে ৩০ টি দাঁতাল হাতি সাঁকরাইল ব্লকের গড়ধরা, পাথরপাড়া, দক্ষিণদাঁড়িয়া, কিসমত রামানন্দপুর সহ কয়েকটি গ্রামে চাষের জমিতে গিয়ে ব্যাপক তাণ্ডব চালায়। যার ফলে শীতকালীন কফি, বেগুন সহ বিভিন্ন সবজি চাষের ব্যাপক ক্ষতি করেছে হাতির দল। সেই সঙ্গে মাঠে থাকা পাকা ধান চাষেরও প্রচুর ক্ষতি করেছে হাতির দলটি। প্রায় ১০ ঘণ্টা ধরে শনিবার রাতে ওই গ্রাম গুলির চাষের জমিতে গিয়ে তান্ডব চালায় হাতির দলটি। বন দপ্তরকে জানানো সত্বেও ঘটনাস্থলে কেউ না আশায় বন দপ্তরের উপর ক্ষোভপ্রকাশ করেন ওই এলাকার বাসিন্দারা।১১ টা নাগাদ অবরোধ উঠে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *