ঝাড়গ্রামশীর্ষ খবর

হাতির তাণ্ডবে নাজেহাল এলাকাবাসী, ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ এবং পথ অবরোধ

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম:দীর্ঘদিনের হাতির তাণ্ডবে নাজেহাল ঝাড়গ্রাম! দিনের পর দিন ঢুকে পড়ছে দল দল হাতি। ক্ষতি করছে চাষ জমির। যদিও ঝাড়গ্রামের মানুষেরা মাঝেসাঝেই এই ঘটনার সন্মুক্ষীন হন, তবে এবারের বিষয়টা একটু আলাদা। একই বছরের তো দূর ! একই মাসের মধ্যেই বহুবার ঢুকে পড়ছে দল দল হাতি। ফলে এক ক্ষতি সামলে না উঠতে উঠতেই আসছে আরেক বিপদ! মাথার ঘাম পায়ে জড়িয়ে চাষিদের অকান্ত পরিশ্রমের ফল নিমেষেই তছনছ করে দিচ্ছে হাতির দল। তাই গ্রামবাসীরা এবার সঠিক ক্ষতিপূরণের দাবিতে বৃহস্পতিবার সকাল থেকেই সাঁকরাইল ব্লকের বাকড়া এলাকায় শুরু করলেন পথ অবরোধ। কয়েকদিন ধরেই প্রায় শতাধিক হাতির দল সাঁকরাইল ব্লকের বাকড়া, আঙ্গারনালি সহ বিভিন্ন এলাকায় মাঠে গিয়ে ক্ষতি করছে পাকা ধান জমি ও সবজির। যার ফলে যথেষ্ট সমস্যার মধ্যে পড়েছেন এলাকার মানুষেরা। গ্রামবাসীদের অভিযোগ বন দপ্তরের পক্ষ থেকে দেওয়া ক্ষতিপূরণ ফর্ম জমা দিয়েও মেলেনি সাহায্য। তাই নগদ টাকা দেওয়ার ও সঠিক ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। বৃহস্পতিবার সকাল থেকেই সাঁকরাইল ব্লকের বাকড়া এলাকায় রাস্তা ঘিরে পথ অবরোধ শুরু করেছেন এলাকার কয়েকশো গ্রামবাসী। যার ফলে ঝাড়গ্রাম ব্লকের গুপ্তমনি থেকে সাঁকরাইল যাওয়ার রাস্তায় বেশ কিছুক্ষনের জন্য বন্ধ থাকে যানবাহন চলাচল । গ্রামবাসীদের দাবি তাদের ফসলের ক্ষতির সঠিক ক্ষতিপূরণ দিতে হবে এবং ক্ষতিপূরণ এর টাকা নগদ অর্থে দিতে হবে , সেই সঙ্গে হাতির দলকে ওই এলাকা থেকে অন্যত্র পাঠাতে হবে।

এলাকায় চাঞ্চল্য ছড়ালে ঘটনাস্থলে উপস্থিত হয় সাঁকরাইল পুলিশ। অবশেষে চারটে নাগাদ পুলিশের সহযোগে বন্ধ হয় অবরোধ। দাবি মতো DFO/adfo কে ঘটনাস্থলে পাঠায় প্রশাসন। পরে সমস্ত ঘটনা যাচাই করে, প্রশাসন তরফে ক্ষতি পূরণের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *