ব্রেকিং নিউজহাওড়া

হাওড়া শহরবাসীদের পানীয় জলের সমস্যা থেকে মুক্তি দিতে হাওড়া পৌর নিগমেরনতুন প্রকল্প রূপায়িত হতে চলেছে।

নিজস্ব প্রতিনিধি,হাওড়াঃ- হাওড়া শহরের পানীয় জলের সমস্যা মেটাতে উদ্যোগী হলো পৌর নিগম। পৌর নিগমের তরফ থেকে হাওড়ার বিভিন্ন এলাকাতে পরিশ্রুত পানীয় জল সুষ্ঠভাবে সরবরাহ করার প্রকল্প চালু করতে চলেছে হাওড়া পৌর নিগম। আজকে নগর নিগমের মুখ্য প্রশাসক সুজয় চক্রবর্তী দাবি করেন এই পানীয় জলের প্রকল্প বাস্তবে রূপায়িত হলে এত বছর ধরে পরিশ্রুত পানীয় জলের যে সমস্যা এই মুহূর্তে হাওড়া শহরে রয়েছে তার স্থায়ী সমাধান করা সম্ভব হবে। তিনি আরো দাবি করেন আগামী দু বছরের মধ্যেই এই প্রকল্পের কাজ সম্পূর্ন করা সম্ভব হবে। তিনি জানান রাজ্য সরকারের কাছে তারা এই প্রকল্পের জন্য অর্থ বরাদ্দ চেয়েছিলেন। ইতিমধ্যেই সেই অর্থ পৌর নিগমের হাতে চলে এসেছে। এই প্রকল্পের জন্য আপাতত মোট খরচ ধরা হয়েছে চারশো বাষট্টি কোটি টাকা। তিনি প্রকল্পের বিষয়েও বিস্তারিত জানান আজকে। হাওড়ার পদ্মপুকুর জল প্রকল্পের আটকে থাকা কাজও এর মধ্যে শেষ করা হবে। পাশাপাশি ওলাবিবিতলাতে যে পাম্পিং স্টেশনের কাজ চলছে তাও দ্রুত শেষ করা হবে। এছাড়াও বেলাগাছিয়া ও বি গার্ডেন এলকাতেও এই জল প্রকল্পের কাজ সম্পূর্ন হলে বহু মানুষ উপকৃত হবে বলেই দাবি করেন মুখ্য প্রশাসক। পাশাপাশি তিনি জানান বেনারস রোডে মাটির নিচে ১২ ফুটের জলের পাইপ লাইন বসানোর কাজ শুরু হবে। তিনি বলেন হাওড়া শহরের মধ্যে মধ্য হাওড়া, শিবপুরের একাংশ ও বেশ কিছু সংযুক্ত এলাকার মানুষ সঠিকভাবে পানীয় জল পান না। তিনি এর কারণ ব্যাখ্যা করে জানান যে সমস্ত উচু জায়গা রয়েছে সেখানে জলের প্রেশার না থাকার কারণে সুষ্ঠভাবে জল সরবরাহ করা যায় না। তাই প্রয়োজন এলাকা ভিত্তিক পাম্পিং স্টেশন। আর সেই কাজটাই তারা করছেন। বেলগাছিয়া পাম্পিং স্টেশনের কাজ সম্পূর্ণ হলে উত্তর হাওড়া সহ বেশ কিছু সংযুক্ত এলাকার মানুষ পরিশ্রুত পানীয় জল পাবেন। অলাবিবিতলাতে পাম্পিং স্টেশনের কাজ শেষ হলে শিবপুর সহ সংযুক্ত এলাকার পানীয় জলের সমস্যা মিটে যাবে বলেই তিনি দাবি করেন। তিনি জানান হাওড়া শহরের পানীয় জলের মূল সূত্র হুগলি নদীর জল। যেটা বি গার্ডেন থেকে আনা হয়। সেই পাইপের ক্ষমতা বাড়িয়ে আরো বেশি পরিমাণে জল যাতে আনা সম্ভব হয় তাও এই প্রকল্পের মাধ্যমে ব্যবস্থা করা হয়। পদ্মপুকুর থেকে ওলাবিবিতলার পাম্পিং স্টেশনে জল নিয়ে আসার প্রকল্পের কাজও দ্রুততার সঙ্গে শেষ করা হবে বলেই দাবি করেন তিনি। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে হাওড়া জন্য নববর্ষের উপহার এই জলের প্রকল্প বলেই জানান মুখ্য প্রশাসক সুজয় চক্রবর্তী। আর তিনি দাবি করেন এই প্রকল্পের মাধ্যমে হাওড়া শহরে পানীয় জলের পরিকাঠামোর আমূল পরিবর্তন হবে যা আগামী কয়েক দশক ধরে শহরবাসীকে পানীয় জলের সমস্যা থেকে মুক্তি দেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *