শীর্ষ খবরহাওড়া

হাওড়ার এক মহিলাকে নিগ্রহ করার ঘটনায় FIR দায়ের করা হলেও অভিযোগকারীনি তার শরীরে কোন আঘাতের চিহ্ন দেখাতে পারেননি বলে:ডিজি মনোজ মালব্য

নিউজ বাংলা লাইভ: হাওড়ার পাঁচলায় এক মহিলাকে নিগ্রহ করার ঘটনায় FIR দায়ের করা হলেও, অভিযোগকারীনি তার শরীরে কোন আঘাতের চিহ্ন দেখাতে পারেননি বলে রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য জানিয়েছেন। ভবানী ভবনে গতকাল এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, গত ১৩ই জুলাই ই-মেল মারফত ওই মহিলা হাওড়া গ্রামীনে অভিযোগ দায়ের করার পরে, তিনি ও তাঁর পরিবারকে পুলিশ একাধিকবার ডেকে পাঠায়। কিন্তু তাদের তরফে কোনো সাড়া পাওয়া যায়নি। আদালতে’ও তাঁরা কোনো গোপন জবানবন্দি দেননি। প্রাথমিক তদন্তে অভিযোগের কোনো প্রমাণ মেলেনি। গোটা বিষয়টি নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে, DG মন্তব্য করেন।

তবে, এলাকার CCTV ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *