শিক্ষাহাওড়া

হাওড়ায় হানিফ শেখের উদ্যোগে খুললো নতুন স্কুল

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: হাওড়ার দক্ষিণ নিবরা মাঝেরপাড়া এলাকায় হানিফ শেখের উদ্যোগে জুনিয়র ডিপিএস স্কুলের উদ্বোধন হলো। এই স্কুলে বর্তমানে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বিদ্যালয়ে শুরু হবে। পরে সেটি আরো উচ্চশ্রেণী পর্যন্ত চালু হবে । উক্ত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডোমজুড় কেন্দ্রীয় বিধায়ক মাননীয় শ্রী কল্যাণ ঘোষ মহাশয় ,পীরজাদা ত্বহা সিদ্দিকী, মালদা কোর্টের প্রাক্তন জজ অলক কুমার মুখার্জি মহাশয় এবং সিকিম হাইকোর্টের জজ মলয় কুমার সেন মহাশয় তারা প্রত্যেকেই হানিফ শেখ এর উদ্যোগকে সাধুবাদ জানান। হানিফ শেখ জানান দক্ষিণ নিবরা মাঝের পাড়ার এই কুটির শিল্প এলাকাতে সমস্ত মানুষদের পাশে দাঁড়াতে তার এই উদ্যোগ। এই এলাকার প্রত্যেকে খুবই ব্যস্ত তাই তারা দূরে কোথাও তাদের বাচ্চাদের স্কুলে নিয়ে যেতে খুব অসুবিধায় পড়েন তাই সবার সুবিধার্থে তার এই উদ্যোগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *