খেজুরিজেলাপূর্ব মেদিনীপুররাজনীতিশীর্ষ খবর

হাইকোর্টের রায়ে আগামী ২৬ অগাস্ট খেজুরিতে সভা বিরোধী দলনেতা: শুভেন্দু অধিকারীর

নিউজ বাংলা লাইভ: ১৪৪ ধারা খারিজ করে দিয়ে পূর্ব মেদিনীপুরের খেজুরিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভার অনুমতি দিয়েছে কলকাতা হাই কোর্ট। বিচারপতি জয় সেনগুপ্ত গতকাল নির্দেশ দেন, ২৬ শে আগস্ট দুপুর দুটো থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত শান্তিপূর্ণভাবে খেজুরিতে সভা করতে পারবে বিজেপি।

পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপারকে তিনি পর্যাপ্ত নিরাপত্তার বন্দোবস্ত করতে বলেছেন। ১৪৪ ধারা জারি করায় প্রশাসনের ভূমিকায় উষ্মা প্রকাশ করেন বিচারপতি। অশান্তির কারণে খেজুরিতে ১৪৪ ধারা জারি করা হলে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র মৃত্যুকে কেন্দ্র করে অশান্তির জন্য কেন ১৪৪ ধারা জারি হবে না সেই প্রশ্ন তোলেন বিচারপতি সেনগুপ্ত।

উল্লেখ্য, গত ১৯ শে আগস্ট খেজুরিতে সভা করার কথা ছিল শুভেন্দু অধিকারীর। ১৪ ই আগস্ট এর অনুমতি চায় বিজেপি। কিন্তু পঞ্চায়েত বোর্ড গঠনকে কেন্দ্র করে অশান্তির আশঙ্কায় ওই এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়। এরপর সভার দিন বদলে করা হয় ২৬ শে আগস্ট। কিন্তু স্থানীয় থানা সভার অনুমতি দেয়নি। এ নিয়ে আদালতের দ্বারস্থ হয় বিজেপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *