পূর্ব মেদিনীপুরহলদিয়া

হলদিয়ায় ৫০ কোটি টাকা ব্যয়ে নির্মিত কারখানার উদ্বোধন ।

পূর্ব মেদিনীপুর : পূর্ব মেদিনীপুর জেলার শিল্পনগরী হলদিয়ায় একটি নতুন কারখানার উদ্বোধন হল দুর্গাচক থানা এলাকার রঘুনাথচকে। প্রদীপ প্রজ্জ্বলন করে উদ্বোধন করলেন পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক তানবীর আফজল। কারখানার প্রবেশপথেরও ফিতে কাটলেন তিনি। অথচ উদ্বোধনী ফলকে নাম ছিল না জেলাশাসকের। অনেক আগেই সবুজ সংকেত দিয়ে জানিয়েছিলেন যে সোমবার কারখানার এই উদ্বোধনে উপস্থিত থাকবেন জেলাশাসক।

এদিন কারখানা উদ্বোধন হওয়ার পর দেখা যায় তাঁর নাম ফলকে নেই। এতে যথেষ্ট অস্বস্তিতে পড়েন জেলা প্রশাসন। অথচ ফলকে সংস্থার ২ জন উচ্চ পদস্থ আধিকারিকের নাম ছিল। কেন জেলাশাসকের নাম উদ্বোধনী ফলকে নেই, তার কোন উত্তর মেলেনি কারখানা কর্তৃপক্ষের কাছ থেকে। হলদিয়া পেট্রোকেমিক্যালস এর অনুসারী শিল্প কারখানা ‘এডপ্লাস কেমিক্যালস এন্ড পলিমার্স প্রাইভেট লিমিটেড’ নামে এই কারখানাটিতে উৎপাদন হবে – অত্যন্ত উন্নতমানের একটি পলিমার (Low Molecular Weight Polyethylene – PE Wax) যা বিভিন্ন গৃহ সরঞ্জাম ইত্যাদি তৈরীর ক্ষেত্রে বিশেষভাবে ব্যবহৃত হয়। দি চ্যাটার্জি গ্রুপ প্রাথমিক পর্যায়ে ৫০ কোটি টাকা দিয়ে এই কারখানাটি তৈরি করেছেন। এই কারখানাটি দূষণমুক্ত কারখানা হবে বলে কর্তৃপক্ষের তরফে ঘোষণা করা হয়েছে। ২০২২ সালে কারখানাটির শিলান্যাস করা হয়েছিল।

স্বল্প সময়ের মধ্যে কারখানাটির উৎপাদন শুরু হলো। এখানে স্থানীয় ৩০ জন ইঞ্জিনিয়ার এবং কর্মী নিয়োগের সম্ভাবনা রয়েছে। জেলাশাসক ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হলদিয়া উন্নয়ন কর্তৃপক্ষের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক কে. সুধীর, হলদিয়া পেট্রোকেমিক্যালস লিমিটেডের সর্বক্ষণের ডিরেক্টর এবং চিফ এক্সিকিউটিভ অফিসার নভনীত নারায়ণ এবং এ্যডপ্লাস কেমিক্যালস এন্ড পলিমার্স প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর অশোক কুমার ঘোষ। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জেলাশাসক তানভীর আফজাল জানান, হলদিয়ায় কিছু কিছু কারখানার গেটের বাইরে বর্জ্য জমিয়ে রাখার প্রবণতা দেখা যাচ্ছে। সেই বর্জ্য থেকে ব্যাপক দূষণ হচ্ছে। সেই সমস্ত কারখানা কর্তৃপক্ষকে চিঠি ধরানো হচ্ছে। কিছুতেই এই ধরনের কাজকে বরদাস্ত করা হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *