পূর্ব মেদিনীপুরহলদিয়া

হলদিয়ায় ভোট পরবর্তী হিংসা অব্যাহত,সিপিআইএম এর পার্টি অফিস ভাঙচুর!অভিযোগের তীর তৃণমূলের দিকে।

পূর্ব মেদিনীপুর: হলদিয়া বিধানসভা এলাকার সুতাহাটা ব্লকের গুয়াবেরিয়া অঞ্চলের শ্রীধরপুর গ্রামে সিপিআইএমের দলীয় কার্যালয় ভাঙচুরের অভিযোগ তৃণমূলের দিকে, সিপিআইএম এর অভিযোগ তৃণমূল আশ্রিত কিছু দুষ্কৃতী গতকাল রাতে তাদের পার্টি অফিসে আক্রমণ করে ভাঙচুর করে এবং টিভি সহ সমস্ত আসবাবপত্র লুঠ করে।সেইসঙ্গে ওই এলাকায় যারা সিপিআইএমের পোলিং এজেন্ট ছিলেন এবং সিপিএমের বুথ কনভেনার ছিলেন  তাদের বাড়ির উপর আক্রমণ করে।হুমকি দেওয়া হয় এবং শেষ পর্যন্ত চারটি পাঁচটি পরিবারের জলের লাইন কেটে দেয়।

সিপিআইএম নেতৃত্বরা এলাকায় যান ও তাদেরকে পাশে দাঁড়ান। সিপিএম নেতা পরিতোষ পত্তনায়েক জানান এসডিও,বিডিও ও ওসি কে বিষয়টি জানানো হয়েছে।২৪ ঘন্টার মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য তারা আশ্বস্ত করেছেন।

তবে যাদের দিকে অভিযোগ সেই তৃণমূল এই অভিযোগ পুরোপুরি উড়িয়ে দিয়েছে,হলদিয়া তৃণমূল নেতা শেখ আজগর আলীর দাবি সিপিএম এবং বিজেপির দ্বন্দ্বের ফল এটি। এবং এই ঘটনা ঘটিয়েছে বিজেপি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *