ব্রেকিং নিউজরাজ্যহলদিয়া

ফের হলদিয়া শিল্পাঞ্চলে আগুন! গুরুতর আহত দুই শ্রমিক

নিউজ বাংলা টুডে ডেস্ক : হলদিয়ার অ্যালুমিনিয়াম কারখানায় ভয়াবহ আগুন ! চোখের পলকে ঝলসে গেলেন ২ শ্রমিক। শুক্রবারের বেলায় ম্যানেক্সিয়া অ্যালুমিনিয়াম তৈরির কারখানায় হঠাৎই ঘটে বিপত্তি, চোখের সামনে আগুনে ঝলসে যায় দুই জীবিত প্রাণ ! আহত শ্রমিকদের নাম রোহন সিংহ (২২) এবং মহম্মদ হোসেন (৩৬)। জানা গিয়েছে তারা দু’জনেই বিহারের বাসিন্দা। কিছুখনের মধ্যেই রোহনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে কলকাতায় স্থানান্তরিত করা হয়। তমলুক সাংগঠনিক জেলা আইএনটিটিইউসির সভাপতি শিবনাথ সরকার বলেন, ‘‘ম্যানেক্সিয়া অ্যালুমিনিয়াম কারখানার একটি বিস্ফোরণ হয়। এই ঘটনায় ২ শ্রমিক গুরুতর জখম হয়েছেন। তাঁদের অগ্নিদগ্ধ অবস্থায় হলদিয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। খবর পেয়েই আমরা সেখানে ছুটে যাই। আহতদের এক জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে কলকাতায় পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।’’

শিবনাথ আরও বলেন, ‘‘আমরা আশা করছি, তাড়াতাড়ি সুস্থ হয়ে দুই শ্রমিক বাড়ি ফিরবেন। খবর পেয়ে কারখানার লোকেরাও হাসপাতালে এসেছেন। তাঁদের অনুরোধ করেছি আহত শ্রমিকদের যেন সব রকম সহযোগিতা করা হয়।’’ তবে হঠাৎ এমন ভয়াবহ দুর্ঘটনার পর কারখানার সুরক্ষা ব্যবস্থা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। আর সেই প্রশ্নের বেশিরভাগটাই আসছে খোদ শ্রমিক মহল থেকেই। তাঁদের বক্তব্যে, হলদিয়ায় যে সমস্ত কারখানায় অতন্ত্য বিপজ্জনক পরিস্থিতিতে শ্রমিকদের অবিরত কাজ করতে হয়, সেই জায়গাগুলোর উপর সরকারের পর্যবেক্ষণের মাধ্যমে গুরুত্ব দেওয়া উচিত। বিপদ জেনেও সামান্য সুরক্ষা ব্যবস্থা একেবারেই স্বস্তির নয়। শ্রমিকদের দাবি, শিল্পনগরে অনেক কারখানায় পুরনো প্রযুক্তির মধ্যে কাজ করে চলেছে। যেখানে শ্রমিক সুরক্ষার দিকে কেউ নজরই দেয়না। তাঁদের কথায়, ‘‘আগামী দিনে হলদিয়ার সমস্ত বিপজ্জনক কারখানায় সরকারের নজরদারির দাবি জানাচ্ছি।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *