জেলাব্রেকিং নিউজমালদা

হঠাৎ ভাসছে কুমির! মালদার এলাকায় ছরালো আতঙ্ক

নিউজ বাংলা টুডে ডেস্ক: হঠাৎই কালিন্দ্রী নদীতে কুমির দেখতে পাওয়ায় চাঞ্চল্য এলাকা জুড়ে। মালদার মানিকচকের সাহেবনগর এর কাঞ্চন তলা এলাকায় নিত্য ব্যবহার্য নদীতে আচমকাই কুমিরের সন্ধান পাওয়া গিয়েছে। শুক্রবার অর্থাৎ আজ সকাল ১০:০০ টা নাগাদ স্থানীয়রা দেখতে পান জলে আস্ত একটা কুমিরকে ঘুরে বেড়াতে।

এরপর খবর পেয়ে এলাকার আরও লোকজন এসে জমা হয় কাঞ্চন তলা নদী চত্ত্বরে। তরি ঘড়ি খবর দেওয়া হয় মানিকচক পুলিশ প্রশাসন ব্লক ও বনদপ্তর বিভাগকে। খবর পাওয়া মাত্রই মানিকচক পুলিশ প্রশাসন ব্লক প্রশাসন ও বনদপ্তর এর আধিকারিকরা উপস্থিত হন ঘটনাস্থলে। কিছুক্ষণ পরেই ঘটনাস্থলে উপস্থিত হন মালদার মানিকচক থানার আইসি পার্থসারথি হালদার, মালদা রেঞ্জের ফরেস্ট অফিসার সুজিত কুমার চ্যাটার্জি,সহ ব্লক প্রশাসনের আধিকারিকরা। থানার আইসিকে এই বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি ঘটনাটিকে স্বাভাবিক বলেই ব্যাখ্যা করেন। তিনি বলেন অসম্ভব বলে কিছু নেই,কুমির আসতেই পারে। সে হয়তো কোনও মাছ বা অন্য কিছুর সন্ধানে এসেছে। তাঁর মতে যেহেতু কুমীরটিকে আচমকা সরানো যাবেনা, তাই কিছুক্ষণের জন্য মানুষকেই দূরে থাকতে হবে। কাজেই আপাতত ওই জলে নামার দরকার নেই বলেই জানান তিনি। তবে স্থানীয়দের মতে যেহেতু অনেক আগে এই চত্বরে এমনটা শোনা যেতো,তাই বর্তমানে হঠাৎ এই ঘটনায় বেশ অনেকটাই আতঙ্কে আছেন তারা। বাসন ধোয়া, কাপড় কাচা , স্নান করা – প্রায় সবরকম জলের কাজেই এলাকার মানুষ ওই নদীতে যান, তাই খুব স্বাভাবিকভাবেই সমস্যা হচ্ছে এলাকাবাসীর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *