জেলাপশ্চিম বর্ধমানপূর্ব বর্ধমানরাজ্যশীর্ষ খবরহাওড়া

হটাৎ আটকে গেল হাওড়া- গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেস

নিউজ বাংলা লাইভ: ঝড় বৃষ্টিতে প্যান্টোগ্রাফ ভেঙে যাওয়ায় আপ হাওড়া-গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেস আজ বর্ধমানের বনপাশ স্টেশনে

প্রায় সন্ধ্যে ৬ টা থেকে আটকে আছে। অন্যদিকে হাওড়া মালদা টাউন ইন্টারসিটি দাঁড়িয়ে আছে ঢাল স্টেশনে। আপ বর্ধমান রামপুরহাট লোকাল আটকে আছে বর্ধমান ও তালিত স্টেশনের মাঝে। আপ বিশ্বভারতী ফাস্ট প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে বর্ধমান স্টেশনে। পাশাপাশি বনপাশ স্টেশন সংলগ্ন রেলগেট ও আটকে থাকায় চরম সমস্যায় পড়েছেন গ্রামবাসী থেকে নিত্যযাত্রীরা। চূড়ান্ত ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *