শীর্ষ খবরস্বাস্থ্য

স্বাস্থ্যসাথী কার্ডে বেলাগাম খরচ কমাতে কড়া পদক্ষেপ সাস্থ্য দপ্তরের

নিউজ বাংলা লাইভ: স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে অভিযোগের নিষ্পত্তিতে রাজ্য সরকার এবার প্রযুক্তির সাহায্য নেবে। এখন থেকে যদি এক বছরে বেসরকারি কোনও হাসপাতাল নিয়ে অনিয়মের ১০ টি অভিযোগ আসে, তবে সেই হাসপাতাল বা নার্সিং হোমে স্বাস্থ্যসাথী সংক্রান্ত সমস্ত পরিষেবা নিজে থেকে ব্লক হয়ে যাবে। পাশাপাশি, হাসপাতাল কর্তৃপক্ষকে মোটা অংকের জরিমানাও করা হবে। এজন্য স্বাস্থ্য সামগ্রীর নিয়ন্ত্রক সফটওয়্যারে প্রয়োজনীয় রদবদল করা হচ্ছে।

স্বাস্থ্য দফতর থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, যদি কোনও চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ জমা হয়, তাহলে এই চিকিৎসক স্বাস্থ্যসাথীর আওতায় কোনও চিকিৎসা করতে পারবেন না। তিনটি রঙে ত্রুটি-বিচ্যুতিকে ভাগ করে দেওয়া হয়েছে। লাল হল গুরুতর ত্রুটি হলু ব্যবহার হবে মাঝারি ধরনের কোনও অভিযোগ থাকলে। আর যাদের বিরুদ্ধে খুব কম ত্রুটি ধরা পড়বে, তাদের জন্য ব্যবহার হবে সবুজ।

স্বাস্থ্যভবন সূত্রে খবর, যদি কোনও বেসরকারি হাসপাতাল বা নার্সিংহোম রোগীর চিকিৎসায় খরচের পরিমাণ বিকৃত করে নিজের মনগড়া খরচ দেখায়, রোগী ভর্তি ও ছাড়া পাওয়ার দিন বদলে দেয়, রং ব্যবহার করে তাদের চিহ্নিত: করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *