Breakingতমলুকব্রেকিং নিউজশীর্ষ খবর

স্বাধীনতা সংগ্রামে তাম্রলিপ্তের গৌরবময় ইতিহাস

নিউজ বাংলা লাইভ : ১৯৪২ সালের ১৭ ডিসেম্বর তাম্রলিপ্ত জাতীয় সরকার গঠিত হয়। ব্রিটিশ শাসনকালে এটি ছিল স্বাধীনতা সংগ্রামীদের সমান্তরাল জাতীয় সরকার। সর্বাধিনায়ক হন বিপ্লবী সতীশচন্দ্র সামন্ত। এই সরকারের বিভিন্ন বাহিনী গঠিত হয়। এই জাতীয় সরকার সে সময় পৃথক শাসনব্যবস্থা গড়ে তুলেছিল। আইন-শৃঙ্খলা, স্বাস্থ্য, শিক্ষা, বিচার, কৃষি, প্রচার, সমর ইত্যাদি বিভাগে পৃথক পৃথক সচিব নিয়োগ করা হয়েছিল। সবার উপরে ছিলেন সর্বাধিনায়ক বিপ্লবী সতীশচন্দ্র সামন্ত। অর্থসচিব ছিলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী অজয়কুমার মুখোপাধ্যায় এবং সমর ও স্বরাষ্ট্রসচিব ছিলেন সুশীল কুমার ধাড়া। ১৯৪৪ সালে ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত স্থায়ী ছিল তাম্রলিপ্ত জাতীয় সরকারের অস্তিত্ব। এই জাতীয় সরকারের সংবাদপত্র বা মুখপত্র “বিপ্লবী” প্রকাশিত হত। ১৯৪৩ সালের জুন মাসে গ্রেফতার বরণের আগে পর্যন্ত সতীশচন্দ্র এই সরকার পরিচালনা করেছিলেন। ১৯৪৪ সাল পর্যন্ত সফলভাবে কাজ করেছিল তাম্রলিপ্ত জাতীয় সরকার। ঘূর্ণিঝড়-বিধ্বস্ত এলাকায় ত্রাণকার্যও চালাতো এই জাতীয় সরকার।তবে এই জাতীয় সরকার ঘটনার বেশ কিছু উদ্দেশ্য ছিল.১. এই স্বাধীন সরকার সার্বভৌম রাষ্ট্র হিসেবে জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ করবে।২. যদি জাপান ভারত আক্রমণ করে তবে তাকে যথাযথ সাধ্য প্রতিহত করবে,তাকে ক্ষমতা হস্তান্তর করতে বাধ্য করবে।৩.সুভাষচন্দ্র বসু এবং তার ফৌজ যদি ভারতে ফিরে আসে তবে তাকে সাদরে অভ্যর্থনা জানিয়ে যথাযথ সাহায্য করবে।পরবর্তীকালে ১৯৪৩ সালের ২৬শে জানুয়ারি থানা জাতীয় সরকার গঠিত হয়। যে সমস্ত থানা গুলি এর আওতাধীন ছিল মহিষাদল, সুতাহাটা, নন্দীগ্রাম,তমলুক।থানা জাতীয় সরকার ঘোষণার দিনই বিদ্যুৎ বাহিনীকে জাতীয় সেনাবাহিনী হিসেবে ঘোষণা করা হয়।সর্বাধিনায়ক নিযুক্ত হলেন সুশীল কুমার ধারা কমান্ডার ইন চিফ। এই সরকার ১৯৪২ সালের ১৭ই ডিসেম্বর থেকে ১৯৪৪ সালের আটই আগস্ট পর্যন্ত স্থায়ী ছিল।সমস্ত প্রতিকূলতা পেরিয়ে এই সরকার যখন সাড়া তুলেছিল প্রত্যেক ভারতবাসীর মনে,এমন সময় জাতির বৃহত্তর গান্ধীজির আহ্বানে আত্মসমর্পণ করে। বলাই বাহুল্য ইংরেজ সরকারের কঠোর দমন পিড়নীতি এই সরকারকে উচ্ছেদ করতে পারেনি। ব্রিটিশ সরকারের প্রকাশিত some fact about the disturbances in india পুস্তকের জাতীয় সরকারের সাংগঠনিক দক্ষতার পরিচয় পাওয়া যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *