Breakingব্রেকিং নিউজশীর্ষ খবর

স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন কে কেন্দ্র করে নন্দীগ্রামের কালিচরণপুরে তৃণমূল বিজেপি সংঘর্ষ

নিউজ বাংলা লাইভ ; নন্দীগ্রামে জাতীয় পতাকা তোলাকে কেন্দ্র করে মারধরের অভিযোগ উঠল। অভিযোগ তৃণমূল-বিজেপি দু’পক্ষের বিরুদ্ধে। তৃণমূলের অভিযোগ,জাতীয় পতাকা উত্তোলন হওয়ার পর পুনরায় গোবর জল ও গঙ্গাজল ছিটিয়ে পবিত্র করে জাতীয় পতাকা উত্তোলন করে নব নির্বাচিত প্রধান । একই পঞ্চায়েতে পাশাপাশি দুটি জাতীয় পতাকা তোলা এবং জাতীয় পতাকার অবমাননার প্রতিবাদে মারধর তৃণমূল কর্মীদের। অন্যদিকে, বিজেপির অভিযোগ, তাদের নবনির্বাচিত প্রধানকে ডেকে তৃণমূলের উপপ্রধান এবং কর্মীরা আগে পতাকা উত্তোলন করেছে কেন জানতে চাওয়ায় প্রধান এবং বিজেপি কর্মীকে তৃণমূল কর্মীরা মারধর করে।নন্দীগ্রাম এক ব্লকের কালীচরণপুর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। সকালে স্বাধীনতা দিবস উপলক্ষে তৃণমূলের উপপ্রধান ও অন্যান্য অফিসকর্মীরা জাতীয় পতাকা উত্তোলন করে চলে যায়। তার কিছুক্ষণ পর নব নির্বাচিত বিজেপি প্রধান ও সমর্থকরা গোবর জল ও গঙ্গাজল ছিটিয়ে পবিত্র করে পুনরায় একটি পতাকা উত্তোলন করে। পাশাপাশি দুটি জাতীয় পতাকা তোলা রয়েছে। তৃণমূল কর্মীরা জাতীয় পতাকার অবমাননা করে নতুন করে জাতীয় পতাকা তুলতে বাধা দিতে গেলে তৃণমূল কর্মীদের মারধর করে বলে অভিযোগ বিজেপির বিরুদ্ধে।অন্যদিকে, বিজেপির অভিযোগ, তাদের নবনির্বাচিত প্রধানকে ডেকে তৃণমূলের উপপ্রধান এবং কর্মীরা আগে পতাকা উত্তোলন করেছে কেন জানতে চাওয়ায় প্রধান এবং বিজেপি কর্মীকে তৃণমূল কর্মীরা মারধর করে।এই ঘটনায় বিজেপি ও তৃণমূল উভয় দলের বেশ কয়েকজন আহত হয়। স্বাধীনতা দিবসের দিনেও নন্দীগ্রামে রাজনৈতিক উত্তাপ জারি রইল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *