Breakingব্রেকিং নিউজশীর্ষ খবর

স্বপ্নদ্বীপ কুন্ডের র‍্যাগিং কান্ডের দেশপ্রাণ মহাবিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদের প্রতিবাদ ও ধিক্কার কর্মসূচি

নিউজ বাংলা লাইভ : আজকে দেশপ্রান মহাবিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদ ইউনিটের পক্ষ থেকে কলেজ গেটের কাছে, যাদবপুরে স্বপ্নদ্বীপ কুন্ডুর র‍্যাগিং কান্ড নিয়ে তার প্রতিবাদ কর্মসূচি নেওয়া হয়েছে, এবং গতকাল তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃনাঙ্কুর ভট্টাচার্য মহাশয় যাদবপুর বিশ্ববিদ্যালয় র‍্যাগিং কান্ডের প্রতিবাদে ডেপুটেশন দিতে গেছিলেন কিন্তু এসএফ আই ও অতি বামপন্থী সংগঠনগুলো বাধা দেয় এবং কয়েকজনকে মারধর করে, স্বপ্নদ্বীপ কুন্ডুর মতন তরুণ ছাত্রকেও অকালে মৃত্যু হয়েছে, র‍্যাগিং এর ফলে তার প্রতিবাদে দেশপ্রাণ মহাবিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদ ইউনিটের প্রতিবাদ ও ধিক্কার কর্মসূচি এই র‍্যাগিং কান্ডের প্রতিবাদ কর্মসূচিতে নেতৃত্ব দেন ছাত্রনেতা আবেদ আলী খান, টিএমসিপি ইউনিট সভাপতি নিমাই দাস, কঙ্কিতা মাইতি, মধুমিতা পাল, প্রত্যুষা পাত্র, দেবশ্রী জানা, অরিন্দম দেবনাথ, রঞ্জিত দাস, বিজয় মন্ডল, টিনা মিস্ত্রি, পম্পা বেরা। ছাত্রনেতা আবেদ আলী খান বলেন যে

তৃণমূল ছাত্র পরিষদ ইউনিট সর্বদাই র‍্যাগিং‌ এর বিরুদ্ধে যারা পান থেকে চুন খসলে অনেক কথা বলে নীতির কথা বলে, যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদ্বীপ কুন্ডুকে র‍্যাগিং‌করে হত্যা করল আজকে তাদের মুখে কোন কথার উত্তর নেই, যারা এই ছাত্রকে হত্যা করলো তাদের আইন মাফিক চরম শাস্তি চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *