Breakingব্রেকিং নিউজরাজনীতিশীর্ষ খবর

স্থায়ী সমিতি গঠনের আগে বিজেপির জয়ী প্রার্থীদের অন্যত্র সরিয়ে রাখার সিদ্ধান্ত

নিউজ বাংলা লাইভ : শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতিতে বিজেপির জয়ী প্রার্থীদের অন্যত্র সরিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছে জেলা বিজেপি। সেই মতো তাঁদের অন্যত্র সরিয়ে রাখা হয়েছে। শহীদ মাতঙ্গিনী ব্লকের মোট আসন ছিল ৩০ টি। বিজেপি পায় ১৬ টি আসন, তৃণমূল কংগ্রেস পায় ১৩ টি আসন, এবং একটি আসন পায় সিপিআইএম ১ টি আসন।পঞ্চায়েত সমিতির বোর্ড গঠনে সমস্ত সদস্য উপস্থিত থাকলেও বিজেপির এক সদস্য শারীরিক অসুস্থতার কারণে অনুপস্থিত ছিলেন। তবে একজন জয়ী সিপিএম প্রার্থী এইদিন বিজেপিকে সমর্থন করেছিলেন। সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন হয় বিজেপির। আগামীকাল রয়েছে শহীদ মাতঙ্গিনী ব্লকের স্থায়ী সমিতি গঠন। তার আগেই বিজেপির তিনজন জয়ী প্রার্থীকে অন্যত্র সরিয়ে রাখার নির্দেশ দেয় জেলা বিজেপির। সেই মতো তাদের অন্যত্র সরিয়ে রাখা হয়েছে। বিজেপির আশঙ্কা তৃণমূলকে বোর্ড গঠনে সাহায্য করতে যে কোনো মুহূর্তে মিথ্যা কেসে ফাঁসিয়ে গ্রেফতার করতে পারে পুলিশ। যার ফলে বিজেপির তিন জয়ী সদস্যকে অনত্র্য সরিয়ে রাখা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *