Breakingব্রেকিং নিউজশীর্ষ খবর

স্কুলে পানীয় জল নেই,দিদিমণিকে ঘিরে বিক্ষোভ

নিউজ বাংলা লাইভ :নামখানা;দক্ষিণ ২৪ পরগনার নামখানা ব্লকের ২১৭ নম্বর সুসঙ্গত শিশু বিকাশ কেন্দ্রে (আই সি ডি এস) দীর্ঘ প্রায় ৫ বছর কোন নলকূপ নেই।ছোট ছোট শিশুদের বাড়ি থেকে জল এনে খেতে হয়।বর্তমানে বর্ষাকালে চারিদিকে বিভিন্ন রকম রোগ হচ্ছে। স্কুলের ছেলেমেয়েদের মিড ডে মিলের খাবার পুকুরের জলে রান্না হচ্ছে।এমনি দাবী এলাকাবাসীদের।ছেলে মেয়েদের জল খাওয়ার জন্য বাড়ি থেকে জল আনতে হয়।কোন সময় জল শেষ হয়ে গেলে তারা জল খেতে পারেনা। কেন নতুন নলকূপ বসানো হচ্ছেনা সেই প্রসঙ্গ তুলে শুক্রবার ওই আইসিডিএস সেন্টারের দিদিমণিকে ঘিরে বিক্ষোভে সামিল হলেন অভিভাবকরা।আইসিডিএস সেন্টারের শিক্ষিকা প্রণতি খালুয়া নলকুল না থাকার অভিযোগ মেনে নিলেও পুকুরের জলে রান্না হয় তা অস্বীকার করেন। তিনি বলেন

প্রায় পাঁচ বছর কোন নলকূপ নেই স্কুলে।বছর দুই আগে স্কুলের কিছুটা দূরে নলকূপ বসলেও তা বহুদিন ধরে খারাপ হয়ে পড়ে আছে।এ বিষয়ে বারবার সবাইকে জানিয়েও কোন কাজের কাজ হয়নি। এ বিষয়ে আবারও তিনি উর্ধতন কর্তৃপক্ষকে জানাবেন বলেও জানান।এই বিষয়ে নামখানা পঞ্চায়েত সমিতির সভাপতি অভিষেক দাস বলেন আইসিডিএস সেন্টারে নলকূপ বসাবার কথা তিনি ইতিমধ্যেই চিন্তা ভাবনা শুরু করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *