Breakingব্রেকিং নিউজশীর্ষ খবর

সেমিস্টারের ফি কমানোর দাবিতে কলেজ অধ্যক্ষকে ঘিরে বিক্ষোভ তৃণমূল ছাত্র পরিষদের! পড়ুন বিস্তারিত

নিউজ বাংলা লাইভ : সুকান্ত কলেজের ছাত্র-ছাত্রীদের পথ অবরোধ।সেমিস্টারের ফি কমানোর দাবিতে কলেজ অধ্যক্ষকে ঘিরে বিক্ষোভ তৃণমূল ছাত্র পরিষদের। পরবর্তীতে পড়ুয়াদের জাতীয় সড়ক অবরোধ। ধূপগুড়ি সুকান্ত মহাবিদ্যালয়ের প্রথম সিমেস্টারের ফি কমানোর দাবিতে আন্দোলন সামিল হয় ধূপগুড়ির ব্লক তৃণমূল ছাত্র পরিষদ।অভিযোগ অন্যান্য কলেজের থেকে সুকান্ত মহাবিদ্যালয়ের সিমেস্টারের ফি বেশি নেওয়া হচ্ছে।

যা নিয়ে পড়ুয়াদের মধ্যেই অসন্তোষ দানা বাঁধে।এদিন সোমবার দুপুরে তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্বে অধ্যক্ষের ঘরের সামনে চলে বিক্ষোভ। সেমিস্টারে ফি কমানোর দাবিতে বৈঠক চলে অধ্যক্ষের ঘরে। তবে দীর্ঘক্ষণ ধরে চলা বৈঠকের সমস্যার সমাধান না হতেই পড়ুয়ারা ধূপগুড়ি – ফালাকাটাগামী জাতীয় সড়ক অবরোধ করে।প্রায় ২০ মিনিট ধরে চলে অবরোধ।পরবর্তী বৈঠকে উপস্থিত স্থানীয় তৃণমূল নেতারা সেমিস্টারের ফি কমানোর আশ্বাস দিলে অবরোধ উঠে যায়।বিক্ষোভ ও পথ অবরোধে শামিল পড়ুয়াদের দাবি আমরা মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়ে। অনেকটাই দূর থেকে এই কলেজে পড়তে এসেছি। আমাদের পক্ষে এত পরিমাণ টাকা একবারে দেওয়া সম্ভব নয়।আমরা চাই সেমিস্টারের ফি কমানো হোক।পাশাপাশি এদিন তারা আরো বলেন আমাদের স্বপ্ন কলেজে পড়ার। কিন্ত এত টাকা নেওয়া হচ্ছে যা আমাদের কলেজে পড়ার স্বপ্নটাই নষ্ট হয়ে যাচ্ছে।আমরা মধ্যবিত্ত পরিবারের থেকে উঠা আসা।আমরা চাইছি এই সেমিস্টারের ফি কমানো হোক।তৃণমূল ছাত্র পরিষদের গ্রামীণ সভাপতি কৌশিক রায় বলেন পড়ুয়াদের স্বার্থে আমাদের এই আন্দোলন।অনেক পড়ুয়াদের একবারে এত পরিমাণ টাকা দেওয়া সম্ভব নয়।দ্রুত সেমিস্টারের ফি কমাতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *