কলকাতাব্রেকিং নিউজ

সুন্দরবনের প্রান্তিক মৎস্যজীবীদের স্বনির্ভর করার লক্ষ্যে মৎস্য চাষে সাহায্য।

নিজস্ব প্রতিনিধি,কলকাতা :- ONGC কর্পোরেশনের সহায়তায় সুন্দরবনের কুলতলি মিলন তীর্থ সোসাইটির ব্যবস্থাপনায় গতকাল ৩০০ জন প্রান্তিক মৎস্যজীবী পরিবারকে আর্থিকভাবে স্বনির্ভর করার লক্ষ্যে ৭ কিলো মাছের চারা পোনা, ৪০ কিলো মাছেরবখাদ্য ও ২০ কেজি করে চুন তুলে দেওয়া হল। উপস্থিত ছিলেন, ওএনজিসির এক্সিকিউটিভ ডিরেক্টর কে মুরলীধরন, সাপোর্ট ম্যানেজার নিরুপম শর্মা ও মিলনতীর্থ সোসাইটির প্রতিষ্ঠাতা লোকমান মোল্লা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *