শিলিগুড়ি

সিমবক্স কেলেঙ্কারিতে আন্তর্জাতিক অসাধুচক্রের যোগ।

সিমবক্স কেলেঙ্কারি কান্ডে ভারত বাংলাদেশ মিলিয়ে গ্রেপ্তার চার।সিমবক্স কেলেঙ্কারিতে আন্তর্জাতিক অসাধুচক্রের যোগ। উপরে চলতে মোবাইল এবং জেরক্স এর দোকান কিন্তু আড়ালে চলত আন্তর্জাতিক সাইবার চক্র। এই ঘটনায় ইতিমধ্যেই চারজনকে নেওয়া হয়েছে পুলিশের জালে। জোটিয়াকালী বাজারে মোবাইল জেরক্সর দোকান দিয়েছিলেন জোঠিয়াখালী সংলগ্ন সন্ন্যাসী কাটা নিবাসী সাব্বির আলী।

গত ১৬ ই মে দুপুরে তার ওই দোকানে হঠাৎ তল্লাশি শুরু করে স্পেশাল অপারেশন গ্রুপ এবং এনজেপি থানা। তল্লাশী চালিয়ে একাধিক সিম কার্ড, আধার কার্ড ভোটার কার্ড সহ অন্যান্য গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধার হয়। নকল আঁধার ভুয়া সিম এবং আন্তর্জাতিক ফোন কল ব্যবহারের জন্য তাকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের অনুমান কোন আন্তর্জাতিক প্রতারণা চক্রের সঙ্গে আগে থেকেই যুক্ত ছিলেন সাব্বির আর সেই সূত্র ধরেই এই দোকান তৈরি করেন। তদন্ত ভার দেওয়া হয় শিলিগুড়ি ডিটেকটিভ ডিপার্টমেন্টকে। এনজেপি এলাকা থেকে দয়াল বর্মন এবং রাজু রায় নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

ফুলবাড়ী বাংলাদেশ সীমান্তের বেরুবাড়ি থেকে গ্রেফতার করা হয় আব্দুল কাদির নামে আরও এক ব্যক্তিকে। শুক্রবার তাদের জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।। কাঁটা তারের এপারে এবং ওপারে চলতো এই বাণিজ্য। বহু মানুষকে প্রতারণা করে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন প্রতারকরা। আরো বহুদূর পর্যন্ত জাল বিস্তার করে রেখেছেন তারা। চলছে তদন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *