মুর্শিদাবাদ

সিপিএমের প্রচারে বাধা! কাঠগোড়ায় পুলিশ!

এবার পুলিশের বিরুদ্ধে ভোট প্রচারে বাধা দেওয়ার অভিযোগ। সিপিআইএমের ভোট প্রচারে বাধা দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকল সারাংপুর এলাকায়। ডোমকল মহকুমার সারাংপুর এলাকায় চলছিল প্রচার। রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করা ঠিক দুই দিন আগে নির্বাচন কমিশনের কাছে একটি অ্যাপের মারফতে কর্মসূচির কথা জানাতে হয় নির্বাচন কমিশনকে।

এবারে ভোট শান্তিপূর্ণ করতে এবং প্রচারে কোনরকম অশান্তি এড়াতে নির্বাচন কমিশন যে নির্দেশিকা জারি করেছে তার মধ্যে এটি একটি। কিন্তু অভিযোগ অনুমতি না নিয়েই চলছিল সিপিআইএমের জোরদার প্রচার। এই প্রচারে উপস্থিত ছিলেন সিপিআইএম প্রার্থী মোহাম্মদ সেলিম নিজেই। প্রায় 60 থেকে 70 খানা বাইক নিয়ে চলছিল রেলি এবং বিরাট মিছিল। এই মিছিলের একেবারে অগ্রভাগে ছিলেন সিপিআইএম প্রার্থী মোহাম্মদ সেলিম।

আর তাতেই তৈরি হয় বিশৃঙ্খলা। কোনরকম অনুমতি না নিয়েই কিভাবে প্রকাশ্যে চলছে মিছিল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ডোমকল থানার বিশাল পুলিশবাহিনী এবং ডোমকল থানার আইসি। তিনি গিয়ে পরিস্থিতি সামাল দেন।

এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে জানা যায়। এদিন মোহাম্মদ সেলিমের সঙ্গে সরাসরি কথা বলতে দেখা যায় পুলিশকে। এরপর পরিস্থিতি অনেকটাই সামাল দেয় পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *