Breaking

সারের উপর ভর্তুকি তুলে নেওয়ার দাবিতে পথ অবরোধ সিপিআইএমের

নিউজ বাংলা লাইভ : দক্ষিণ দিনাজপুর; সারাভারত কৃষকসভা ও সারাভারত ক্ষেতমজুর ইউনিয়নের উদ্যোগে সারের কালোবাজারি বন্ধ করা,সারের উপর কেন্দ্রীয় সরকারের ভর্তুকি তুলে নেওয়ার বিরুদ্ধে ১০০দিনের কাজ চালু করতে হবে, সরকারি মূল্যে কৃষকদের কাছ থেকে ফসল কিনতে হবে ও ক্ষেতমজুরদের বিভিন্ন দাবি নিয়ে মঙ্গলবার সকালে ঠ্যাঙ্গাপাড়া বাজারে পথ অবরোধ হলো।

উপস্থিত ছিলেন কৃষকসভার পক্ষ থেকে গঙ্গারামপুর থানা কমিটির সম্পাদক কমরেড মনীন্দ্র নাথ সরকার,কমরেড বাবুল চন্দ্র রায়, বাবলু রায়,মিলন ভৌমিক,ক্ষেতমজুর ইউনিয়নের জেলা সভাপতি সুবীর কুমার দাস,এবং তাদের এই আন্দোলনকে সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন শ্রমিক নেতা অচিন্ত্য চক্রবর্তী, কমরেড পার্থ সরকার,অধ্যাপক সমিতি ও শিক্ষক সংগঠনের পক্ষ থেকে তৌহিদ ই আমন, কমরেড সুশান্ত বিশ্বাস, যুবদের পক্ষ থেকে রতন সন্যাসী সহ আরও অনেকেই। মূলত গঙ্গারামপুরে ঠেঙ্গাপাড়াতে এই পথ অবরোধের জেরে মালদা বালুরঘাট ৫১২ নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পরে এবং যার ফলে যানজটের সৃষ্টি হয়। পরে অবশ্য সিপিএমের তরফে পথ অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *