দার্জিলিংব্রেকিং নিউজ

সান্দাকফু যাওয়ার পথে আটকা পড়া ১৫৫ পর্যটককে উদ্ধার করা হয়েছে,

নিজস্ব প্রতিনিধি ,দার্জিলিং জেলা প্রশাসন ভারী তুষারপাতের কারণে টংলু এবং তুমলিংয়ে বুধবার থেকে আটকা পড়া 155 টিরও বেশি পর্যটককে উদ্ধার করেছে দার্জিলিং জেলা প্রশাসন। সান্দাকফুর নীচে অবস্থিত টংলু এবং তুমলিং
বুধবার ভারী তুষারপাত হয়েছে, পর্যটক এবং ট্রেকাররা আটকা পড়ে।

স্লিপের কারণে যানবাহন চলাচল করতে ব্যর্থ হয়,পিচ্ছিল রাস্তার কারণে যানবাহন চলাচল করতে পারেনি। দার্জিলিং জেলা
ম্যাজিস্ট্রেট এস পোনাম্বালাম জানান, বৃহস্পতিবার সকাল থেকে উদ্ধার অভিযান শুরু হয়
বেশ কয়েকজন পর্যটককে ফিরিয়ে আনা হয়েছে,অনেক পর্যটককে সান্দাকফুর মূল পয়েন্ট মানেভঞ্জন ফিরিয়ে আনা হয়। “আমরা উদ্ধার শুরু করতে চেয়েছিলাম
বুধবার অপারেশন হলেও পরিস্থিতি অনুকূলে ছিল না। বুধবার অপারেশন হলেও পরিস্থিতি অনুকূলে ছিল না। তবে আজ সকালে কিছুটা রোদ থাকায় আমরা উদ্ধার তৎপরতা শুরু করি
এবং প্রায় 155 পর্যটককে ফিরিয়ে এনেছে,” তিনি বলেন,পর্যটকদের গরম চা, বিস্কুট এবং অন্যান্য স্ন্যাকস পরিবেশন করা হয় যাতে তাদের উষ্ণ রাখা যায়। বুধবারের পর
দার্জিলিংয়ে তুষারপাতের জেরে জেলা প্রশাসন ভ্রমণকারিদের জন্য বিধিনিষেধ জারি করে, কলকাতার পর্যটক অনন্যা দে জানান জীবনের ঝুঁকি নিয়ে পর্যটকদের উদ্ধার করে স্থানীয় পুলিশ, দার্জিলিং জেলা প্রশাসন ও স্থানীয় ল্যান্ড রোভার ড্রাইভাররা , সবাই কে ধন্যবাদ জানাতে চাই বলে ওই পর্যটক। “আমরা দুই দিন ধরে টংলুতে আটকে ছিলাম আমরা ,ল্যান্ড রোভার ড্রাইভার “দাজু” তাদের উদ্ধার করে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *