Breakingব্রেকিং নিউজশীর্ষ খবর

সাধারণ মানুষদের পাশাপাশি রাখি বন্ধন উৎসবের মাতলেন প্রতিবন্ধীরা

নিউজ বাংলা লাইভ : আজকের দিনে সাধারণ মানুষ যেমন রাখি বন্ধন উৎসবে মাতোয়ারা, তেমনি মূখ বধির মানসিক প্রতিবন্ধীরাও এই একই আনন্দে সামিল হয়েছে। কারো বয়স ৫ তো কারো বয়স ১২,আবার কেউ ঠিক মতো কানে শুনতে পায়না,আবার কেউ মুখ বধির,কেউ বা মানসিক প্রতিবন্ধী এককথায় সকলেই প্রতিবন্ধী। সেই প্রতিবন্ধকতাকে সাথে নিয়েই পথ চলতে হচ্ছে ছোট্ট শিশুদের। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার প্রতিবন্ধী সহায়ক সমিতি স্কুলে বিভিন্ন প্রতিবন্ধীদের হাত ধরে সামাজিক কার্যকলাপ এবং পড়াশোনা শেখানো হয়। আজ রাখী বন্ধন উৎসব তাই প্রতিবন্ধী সহায়ক সমিতি স্কুলে এসে তাঁদের হাতে রাখী পরিয়ে ভাতৃতের বন্ধনে বাঁধল পাঁশকুড়ার আমরা ছাত্রদলের ছাত্রছাত্রীরা।

তাঁরা রাখী পরিয়ে কেক বিস্কুট পেন সহ বিভিন্ন উপহার তুলে দেয় প্রতিবন্ধীদের হাতে।

এই ছাত্রদলের ছাত্রছাত্রীরা দিনরাত এক করে প্রতিদিন রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন দুঃস্থ মানুষদের পাশে থেকে তাঁদের সহযোগিতা করার অঙ্গীকার বদ্ধ হয়েছে। কখনো কখনো ফুটপাতে শুয়ে থাকা শিশুদের দায়িত্বভার নিয়ে নেন এই ছাত্রদল।এমনকি তাদের পড়াশোনা শেখানোর দায়ভারও নেয় এই ছাত্রদল। কখনো বস্ত্র কখনো শিক্ষা সামগ্রী বা কখনো আহার যোগান দিয়ে দুস্থ গরিব মানুষদের পাশে থাকেন তারা।আজ রাখী বন্ধন উৎসব সাধারণ মানুষ নয় যারা শারীরিক বা মানসিক প্রতিবন্ধী, সেই সমস্ত প্রতিবন্ধীদের সাথে সময় কাটালেন এই ছাত্রদল, তাদের হাতে রাখি পরিয়ে এবং তাঁদের হাত থেকেও রাখী পরে ভাতৃত্বের বন্ধনে বাঁধলেন ছাত্রদলের ছাত্র-ছাত্রীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *