পূর্ব মেদিনীপুরময়না

সাতসকালে ময়নায় বিজেপি কর্মীর মৃতদেহ উদ্ধার,মৃত্যুর কারণ ঘিরে দানা বাধঁছে রহস্য

রবিবার রাতে পূর্ব মেদিনীপুর জেলার ময়নার বাকচার গোবরাদন এলাকায় এক ট্রেকার চালক যিনি বিজেপি কর্মী,তাকে তৃণমূলের পঞ্চায়েত সদস্য সহ কর্মী সমর্থকরা ব্যাপক মারধর করে, আহত ব্যক্তির নাম উজ্জ্বল মন্ডল, আহত ওই কর্মীকে স্থানীয়রা উদ্ধার করে ময়না হাসপাতালে নিয়ে আসে পরে অবস্থার অবনতি হওয়ায় তমলুক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

অপরদিকে আজ সকালে গোবরাদন এলাকাতেই একটি মৃতদেহ উদ্ধার হয়। স্থানীয় সূত্রে দাবি প্রাণ বাঁচানোর তাগিদে উজ্জ্বল মণ্ডল মোটরবাইকে করে পালানোর চেষ্টা করে, কিছুটা দূরে গিয়ে একটা সাইকেলকে ধাক্কা মারে,সকালে সেই সাইকেল আরোহী ব্যক্তির মৃতদেহ জলে ভাসতে দেখা যায়।

মৃত ব্যক্তির নাম বাবলু প্রধান যিনি বিজেপি কর্মীও বটে, স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি যদি সাইকেল এক্সিডেন্ট হয় তবে দেহে অনেক আঘাতে চিহ্ন থাকবে এবং সাইকেলটি ভাঙাচোরা অবস্থায় থাকবে। কিন্তু শুধুমাত্র মাথায় আঘাতে চিহ্ন রয়েছে। বিজেপি নেতৃত্ব দাবি করেন যারা রবিবার রাতে উজ্জ্বলকে মারধর করে তারাই বাবলুকে মারধর করে জলে ফেলে দেয়। যদিও এই ঘটনায় এখন অব্দি তৃণমূলে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *