জেলাব্রেকিং নিউজ

সমুদ্র সৈকত দীঘায় নাজেহাল ইন্টারনেট পরিষেবা।

সমুদ্র সৈকত দীঘা, সঙ্গে পুজার ছুটি, ও অতিমারির দুর্দশা কাটাতে বাঙালিরা ভ্রমণের উদ্দেশ্যে দীঘার সৈকতে ভিড় জমিয়েছে। পর্যটকেরা বলেছে যে ছুটি কাটাতে আসা মেজাজটাই মাটি কারণ ছুটিতে আসলেই নিজস্বী তোলা হয় তার চেয়ে বন্ধু-বান্ধবের সঙ্গে নিজস্বী অথবা সাগরের জলে পা ডুবিয়ে ছবি অথবা ভিডিও তা কোনোভাবেই ফেসবুক বা ইনস্টাগ্রামে পোস্ট করা যাচ্ছে না। দীঘায় এরকম ইন্টারনেটে দুরবস্থা ভোগ করছেন পর্যটকেরা । পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন সূত্রের খবর, অতিবৃষ্টির জেরে কেলেঘাইয়ের বাঁধ ভেঙে পটাশপুর, এগরা, ভগবানপুর-সহ বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার জেরে এই এলাকাগুলিতে থাকা প্রায় ৪৮টি টাওয়ারে বিদ্যুৎ সংযোগ বিঘ্নিত হয়েছে। জেনারেটর চালিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হলেও মাঝেমধ্যেই সমস্যা দেখা দিচ্ছে। পাশাপাশি দিঘা, মন্দারমণিতেও বিদ্যুৎ সংযোগের সমস্যার জন্য জেনারেটর চালিয়ে টাওয়ার চালু রাখা হচ্ছে। যদিও জেলার মোবাইল টাওয়ারকর্মী ইউনিয়নের নেতা তথা পটাশপুরের তৃণমূল বিধায়ক উত্তমকুমার বারিকের দাবি, ‘‘এমন সমস্যার কথা জানা নেই। তবে বিষয়টি খতিয়ে দেখা হবে বলে আশ্বাস দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *