পূর্ব মেদিনীপুরবিনোদন

সবুজের অভিযান – সামাজিক দায়বদ্ধতা পালনে চারাগাছ রোপন, বিতরন, জঙ্গল সাফাই করল নিমতৌড়ী হোম আবাসিক ও দিব্যাঙ্গজনেরা।

নিজস্ব প্রতিনিধি,নিমতৌড়ি:-নিমতৌড়ি তমলুক উন্নয়ন সমিতি হোম আবাসিক ও দিব্যাঙ্গজনেরা প্রতি বছরের মতো এবছর ও সামাজিক দায়বদ্ধতার কারনে শুভ রথযাত্রার পূর্ন লগ্নে চারা গাছ বিতরন কর্মসূচীর শুভ সূচনা করেন সংস্থার সহ-সভাপতি প্রাক্তন বিধায়ক অধ্যাপক ব্রহ্মময় নন্দ। উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক যোগেশ সামন্ত, প্রতিবন্ধী ছাত্র-ছাত্রী, প্রতিষ্ঠানের সমাজকর্মী ও পথ চলতি নাগরিকরা। ঐদিন একটি বর্ণাঢ্য শোভাযাত্রা জেলা প্রশাসন কার্য্যালয়ের সামনে শিবির করে চারাগাছ বিতরন শুধু নয় সচেতনতার বার্তা দিল ‘এসো মোরা গাছ লাগাই, গাছ বাঁচাই’, ‘প্লাস্টিক বর্জন’। সারা জুলাই মাস জুড়ে ফল, ফুল, বনজ, এ্যালোভেরা সব মিলিয়ে ২৫ হাজার চারা গাছ বিতরন, ৪১ নং জাতীয় সড়কের ধরে ফাঁকা জায়গাগুলোতে বকুল, শাল, সেগুন, পলাশ, কৃষ্ণচুড়া, রাধাচুড়া, ছাতিম, কদম, সোনাঝুরি, মেহগিনী গাছ লাগানো ও গাছ বাঁচানোর জন্য প্রচার অভিযান করেছে। আজ ২০ শে জুলাই অরণ্য সপ্তাহের শেষদিনে পথচলতি নাগরিক, অফিসকর্মী, সকল ছাত্রছাত্রীদের হাতে চারা গাছ তুলে দেওয়া হয়। এবারের বনমহোৎসবকে বন উৎসবে পরিনত করে হোম আবাসিক ও দিব্যাঙ্গজনেরা। প্রাচীনকাল থেকে অশোক গাছ মেয়েদের জটিল ও কঠিন রোগ নিরাময়ে বিশেষ ঔষধী হিসাবে ব্যবহার করা হয় তাই মায়েদের সু-স্বাস্থ্যের কথা ভেবে এদিন ৩০০০ চারা গাছ সারা জেলার মায়েদের হাতে তুলো দেওয়া হয় এবং এর বিশেষ গুনাবলী সম্পর্কে সচেতন করা হয়। নিমতৌড়ী তমলুক উন্নয়ন সমিতির সাধারন সম্পাদক যোগেশ সামন্ত জানান সভ্যতার জন্য, দূষণমুক্ত পৃথিবীর জন্য সকলকে নিয়ে আমাদের এই কর্মসূচী সেই কর্মসূচীতে জঙ্গল সাফাই, গাছ লাগানো, প্লাস্টিক বর্জন ইত্যাদি সচেতনতার বার্তা প্রচার অভিযানে হোম আবাসিক ও দিব্যাঙ্গরা সামিল হয়েছি তা নয়, বহু সাধারন মানুষকে সামিল করতে পেরে আমরা অতন্ত্য খুশি। আমাদের আহ্বান ছিল ‘এসো মোরা গাছ লাগাই গাছ বাঁচাই’। ৪১ নং জাতীয় সড়কের ধারে প্রায় তিন হাজার বিভিন্ন প্রজাতির গাছ লাগানো হয়েছে, জেলা শাসক অফিসের সামনে জঙ্গল সাফাই করা হয়েছে। প্রায় এক মাস ধরে প্রচার অভিযান করা হয়েছে। এই সামাজিক দায়বদ্ধতার কর্মসূচীতে হোম আবাসিক ও দিব্যাঙ্গজনেরা অংশগ্রহণ ভীষণ ভাবে উল্লেখযোগ্য। এখানেই আমাদের সার্থকতা। শুধু তাই নয় এই চারা গাছের বেশীরভাগই চারাগাছ রবীন্দ্রনাথ সংগ্রাম, রবীন্দ্রনাথ প্রধান, অদ্বৈত মাইতি, শ্রীকৃষ্ণ, সৌমেন, সরস্বতী, মিঠু, গঙ্গা, মারিয়া, রেখা, সর্বানী সরকারের মতো হোম আবাসিক ও দিব্যাঙ্গজনেরা নিজের হাতে তৈরী করেছে। ২০২২ অরণ্য সপ্তাহের বনমহোৎসব এদিন বন উৎসবে পরিনত করল নিমতৌড়ী তমলুক উন্নয়ন সমিতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *