Evergreenকোচবিহার

সবুজায়নের বার্তা দিতে সাইকেলে করেই কেদারনাথের উদ্দেশ্যে সমির!

একদিকে প্রচন্ড গরমে নাভিশ্বাস উঠেছে আমজনতার। কেউ ছাদের উপরে রঙ করছেন কেউ আবার শীতল যন্ত্র কিনতে ভিড় জমাচ্ছেন।

কিন্তু মনুষ্য সৃষ্ট এই গরমের পিছনে আসল কারণ রয়েছে বৃক্ষচ্ছেদন। তাই দেশব্যাপী বৃক্ষরোপনের বার্তা দিতে সাইকেল করে কেদারনাথ যাত্রা শুরু করলেন কোচবিহার জেলার তুফানগঞ্জ এক ব্লকের বারকোদালি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের হরিপুর এলাকার যুবক সমীর দাস।

হরিপুরের বাসিন্দা সমীর দীর্ঘদিনের ইচ্ছা ছিল কেদারনাথ এ গিয়ে শিবের দর্শন করার কিন্তু আর্থিক অনটনে সেই ইচ্ছা পূরণ হচ্ছিল না। তাই এবার পরিবেশ সচেতনতার বার্তাকে সামনে নিয়ে সাইকেল করে তিনি বেরিয়ে পড়েছেন গুগলের সহায়তায় পৌঁছে যাবেন কেদারনাথ।

৩৫ দিনের মধ্যেই ১১৪৪ কিলোমিটার পথ অতিক্রম করার লক্ষ্যমাত্রা রয়েছে তার। কেদারনাথ থেকে ফেরার সময় বৃন্দাবন মথুরা অযোধ্যাসহ নানান তীর্থস্থান ঘুরে দেখবেন বলে বাসনা রয়েছে তাঁর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *